শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ১৩:১২

চাঁদপুর জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল

হাছান খান মিসু
চাঁদপুর জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল

ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও অনেক বড় আয়োজনে চাঁদপুর জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চাঁদপুর জেলা পুলিশ লাইনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্সের ড্রিলশেড ও সংলগ্ন মাঠে বিশাল পরিসরে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। তিনি তাঁর বক্তব্যে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই দেশ উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে হলে শেখ হাসিনার সরকার বার বার প্রয়োজন। তাই আপনারা সকলে এই রমজান মাসে শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)-এর সভাপ্রধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এসএস জিয়াউর রহমান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোঃ নাছিম আখতার, চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শামছুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওসমান গণি পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মোঃ সাকিব হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াসউদ্দিন মিলন। ইফতার মাহফিলে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পিবিআইর পুলিশ সুপার নুর রেজওয়ানা পারভীন, চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর পুনাক-এর সভানেত্রী ডাঃ আফসানা শর্মী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে চাঁদপুর জেলার প্রশাসনিক, রাজনৈতিক, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এমনকি বেশ কিছু সাধারণ মানুষও এই ইফতার মাহফিলে অংশ নেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়