প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ১৩:০৮
আব্বু আজ তোমার জন্মদিনে...
অনলাইন ডেস্ক
তোমার অফুরন্ত স্নেহের পরশে
|আরো খবর
তোমার অকৃপণ ভালোবাসায়
তোমার নিরন্তর কল্যাণ কামনায়
তোমার সুন্দর চিন্তা-চেতনায়
আমরা ধন্য হতে চাই
অনেক অনেক দিন।
মহান আল্লাহ তোমাকে
দীর্ঘজীবী করুন,
সুস্থ রাখুন, অনেক ভালো রাখুন।
-তোমার প্রাণের চেয়ে প্রিয়
বৃষ্টি ও আনন্দ।