শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ০২:২৯

কদমতলা এলাকার ছিনতাইকারীদের শনাক্ত, গ্রেফতারে অভিযান অব্যাহত

কদমতলা এলাকার  ছিনতাইকারীদের  শনাক্ত, গ্রেফতারে অভিযান অব্যাহত
গোলাম মোস্তফা

চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা এলাকায় সংঘটিত ছিনতাইর ঘটনায় ছিনতাইকারীদের চিহ্নিত করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। জানা যায়, পুলিশের সাব ইন্সপেক্টর মানিক মজুমদারের স্ত্রী অনিতা রানী ডায়াবেটিস জনিত কারণে বিগত দিনের ন্যায় গত ১৫ জুলাই বৃহস্পতিবার ভোরে কদমতলা এলাকায় হাঁটতে বের হয়।

এ সময় মোটরসাইকেল যোগে দুই ছিনতাইকারী এসে অনিতা রানীকে দেশীয় অস্ত্র দেখিয়ে গলা থেকে ১ ভরি স্বর্ণের চেইন নিয়ে যায়। এ ঘটনার পর ভুক্তভোগী চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানায় ও ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করে। এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ সিসি টিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মোটরসাইকেল যোগে ছিনতাই করা দু'জন কে চিহ্নিত করে। পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইকারী দুজন জেলার মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর এলাকার বাসিন্দা। শুধু তাই নয়, এই ছিনতাইকারীদের বিরুদ্ধে একাধিক মামলা ও রয়েছে। তবে পুলিশ শতভাগ নিশ্চিত হয়ে অভিযান চালায়। কিন্তু ঘটনার পর থেকেই উভয়ই ছিনতাইকারী পলাতক থাকায় গ্রেফতার করতে পারছে না পুলিশ। কিন্তু তাঁদের গ্রেফতার সময়ের ব্যাপার বলে ও জানান পুলিশ।

এ ঘটনার বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ওসি তদন্ত সুজন বড়ুয়ার সাথে কথা হলে তিনি বলেন, ছিনতাইকারীদের চিহ্নিত করে তাদের বিষয়ে সকল তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে। শুধুমাত্র তাদেরকে গ্রেফতারে এখন সময়ের অপেক্ষা। এ ঘটনার দায়িত্বে থাকা নতুন বাজার পুলিশ ফাঁড়ির এস আই ইসমাইলের সাথে কথা হলে তিনি বলেন, আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এদের আটক করতে পারবো। ইতিমধ্যে ছিনতাইকারীদের চিহ্নিত করে তাদের অতীতের সকল রেকর্ড আমাদের পৌঁছেছে, গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়