বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ১০:০৭

গোলকিপারের বীরত্বে ফাইনালে আর্জেন্টিনা

১৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

গোলকিপারের বীরত্বে  ফাইনালে আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক

কোপা আমেরিকার অবশেষে পূর্ণতা পেতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালে। সকলের প্রত্যাশা ছিল কোপা আমেরিকার স্বপ্নের এক ফাইনালে খেলবে দুটি দল। প্রথম সেমিফাইনাল জিতে সেই মঞ্চটা সাজিয়ে রেখেছিল স্বাগতিক ব্রাজিল আর আজকে সেটা পূরণ আর্জেন্টিনা । দ্বিতীয় সেমি ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে ৩-২ এ হারিয়েই তারা নিশ্চিত করেছে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ!

বুইন্স আইরেসে উৎসব কি শুরু হয়েছে? নাকি ভর করেছে আরও একবার কান্নায় ভেঙে পড়ার শঙ্কা? ভয়, আতঙ্ক আর বেদনা, করোনার পৃথিবীর নতুন বাস্তবতায় এসব এখন আর মানুষকে খুব উদ্বিগ্ন করে না। তবে আর্জেন্টিনা আর ফাইনাল। দুটো যখন এক হয়। তখন গল্পটা ভিন্ন। এ যেন অজানা এক শঙ্কা। তবে আপাতত হতে পারে উৎসব।

কোপা আমেরিকায় শেষ অবধি টাইব্রেকারে সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। উঠে গেছে ফাইনালে। যেখানে তাদের জন্য অপেক্ষায় ব্রাজিল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে। আলবিসেলেস্তে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ নায়ক সেখানে। ঠেকিয়েছেন কলম্বিয়ার তিন শট।

এ যেন রোমাঞ্চকে ছাড়িয়ে যাওয়া রোমাঞ্চ। হাড়ে কাঁপুনি ধরানো কোনো থ্রিলার। শেষে গিয়ে নায়ক একজন। মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ। জাতীয় দলের হয়ে যার অভিষেকের অপেক্ষাটা বাড়ছিল অনেক দিন ধরেই। চলতি কোপার আগেই মিলেছিল সুযোগ। সেটাকে কি দারুণভাবেই না কাজে লাগালেন অ্যাস্টন ভিলা গোলরক্ষক।

ফাইনাল হার নিয়ে দুশ্চিন্তার কথা বলা হয়েছিল শুরুতে। সেটা থাকতেই পারে। আর্জেন্টিনা হেরেছে টানা তিন ফাইনাল। এরপর এমন ভয় কাজ করা অমূলক না। কিন্তু আপাতত আর্জেন্টিনার রাজধানী বুইন্স আইরেসে হতেই পারে উৎসব। আরও একবার যে সামনে এসেছে তিন দশকের শিরোপা খরা ঘুঁচানোর সুযোগ। লিওনেল মেসির আকাশি-সাদা জার্সিতে শিরোপা উঁচিয়ে ধরার সম্ভাবনা জেগেছে আরও একবার।

ম্যাচের শুরুটা হয়েছিল সেই মেসির হাত ধরেই। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে তিনি বল বাড়িয়ে দিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজকে। মাঝে কাড়িকুড়ি করে বোকা বানিয়েছেন কলম্বিয়ার ডিফেন্ডারদের। অধিনায়কের কাছ থেকে বল পেয়ে গোল করতে ভুল করেননি মার্টিনেজ।

ওই গোল শোধ দেওয়ার সুযোগ এসেছিল কলম্বিয়ার সামনেও। ৩৬ মিনিটে কর্ণার থেকে পাওয়া বলে প্রায় গোল পেয়েই গিয়েছিল তারা। কিন্তু কুয়ারদোর কর্ণারে পাওয়া বলে মিনার নেওয়া হেড লাগে ক্রসবারে।

বিরতির আগেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনেও। ম্যাচের ৪৪তম মিনিটে মেসির নেওয়া কর্ণারে গঞ্জালেসের করা হেড ফিরিয়ে দেন কলম্বিয়া গোলরক্ষক ডেভিড অস্পিনা। শেষ পর্যন্ত এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে কলম্বিয়া। ৬১ মিনিটের সময় ফ্রি কিক পায় কলম্বিয়া। নিজেদের অর্ধে পাওয়া ওই ফ্রি কিক দ্রুত শট করেন কারডোনা। বক্সের ভেতরে বল পেয়ে দৌড় শুরু করেন দিয়াজ। দারুণভাবে আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ফাঁকি দিয়ে গোলও করেন তিনি।

কিছুক্ষণ পর ডি মারিয়াকে মাঠে নামান আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। খেলার গতিপথও যায়। একের পর এক আক্রমণ চালায় আলবিসেলেস্তেরা। কিন্তু তাতে মিলছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। এমনকি গোলরক্ষক অস্পিনাকে ফাঁকি দিয়েও বল জালে জড়াতে পারেননি তারা।

শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে। বাজপাখি হয়ে ওঠেন মার্টিনেজ। যেন তিনি পণ করে নেমেছিলেন হতে দেবেন না গোল। একে একে ঠেকান তিন পেনাল্টি শট। কলম্বিয়ার নেওয়া পাঁচ শটের সবগুলোতেই ঝাপান ঠিকদিকে। তাতে ঢাকা পড়ে ডি পলের মিস।

ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। আরও একবার মেসির সামনে সুযোগ নিজের আজন্ম আক্ষেপ শেষ করার। লড়াইয়ের মন্ত্রটা নিশ্চয়ই তিনিই জপে দেবেন সবার মনে। যেমনভাবে আজও চোট পেয়ে ছাড়তে চাননি মাঠ, শেষ অবধি ছাড়েনওনি। আপাতত উৎসব হোক, রোমাঞ্চকর সেমিফাইনাল জয়ের উৎসব। আর হোক প্রস্তুতি, আর্জেন্টিনার তিন দশক আর লিওনেল মেসির সারাজীবনের আক্ষেপ দূর করার। সে পথে কিন্তু সামনে অপেক্ষায় কঠিন বাধা, ব্রাজিল!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়