বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ জুন ২০২১, ১২:৫৯

আজ চাঁদপুর স্টেডিয়ামে মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল ম্যাচ

চৌধুরী ইয়াসিন ইকরাম
আজ চাঁদপুর স্টেডিয়ামে মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল ম্যাচ

আজ বৃহস্পতিবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল ম্যাচ। বিকেল ৩টায় চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ ম্যাচ অনুষ্ঠিত হবে।

আজকের এ প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেবে চাঁদপুর জেলা প্রশাসন একাদশ ও চাঁদপুর পৌরসভা একাদশ। দু দলেই স্থানীয় ফুটবলারগণ অংশ নেবে বলে জানা গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)সহ অন্য অতিথিবৃন্দ।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানান, প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে আমরা মাঠ প্রস্তুতি রেখেছি। জেলা প্রশাসক মহোদয়ই এ ম্যাচের আয়োজনের ঘোষণা দিয়েছিলেন।

জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম জানান, মুজিববর্ষ উপলক্ষে এবং মাদকবিরোধী প্রচারণা উপলক্ষে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলা শেষে দু দলের মাঝে পুরস্কার তুলে দেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়