শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৭:৩২

২২ ডিসেম্বর ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল

শামীম হাসান।।
২২ ডিসেম্বর ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল

ফুটবলপ্রেমী ফরিদগঞ্জবাসীর অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। জমকালো এই আয়োজন বসছে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। দুপুর ২টা ৩০ মিনিটে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ব্যাচ-১৯ ফরিদগঞ্জ ও খাজুরিয়া ফুটবল একাডেমি।

“শিক্ষায় নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ ডাইমেনশন— আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিন” এই মহৎ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের সার্বিক সহযোগিতায় মাসব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করে ফরিদগঞ্জ স্পোর্টস একাডেমি। খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশের বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা।

১ নভেম্বর ২০২৫ বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই টুর্নামেন্ট। ১৬টি দলের অংশগ্রহণে চারটি গ্রুপে বিভক্ত হয়ে এক মাস ধরে চলে রোমাঞ্চকর ফুটবল যুদ্ধ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনাল শেষে চূড়ান্ত লড়াইয়ের টিকিট নিশ্চিত করে ব্যাচ-১৯ ফরিদগঞ্জ ও খাজুরিয়া ফুটবল একাডেমি।

টুর্নামেন্টের ফাইনালে জয়ী দলের জন্যে থাকছে নগদ এক লাখ টাকা, আকর্ষণীয় ট্রফি ও মেডেল। রানারআপ দল পাবে নগদ পঞ্চাশ হাজার টাকা, ট্রফি ও মেডেল। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলকিপারসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা হবে বিশেষ পুরস্কার।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নুরুন্নবী নোমান বলেন, “মাসব্যাপী এই টুর্নামেন্ট আমাদের এলাকার মানুষের জন্যে এক মিলনমেলায় পরিণত হয়েছে। ফাইনাল ম্যাচকে ঘিরে যাবতীয় প্রস্তুতি চলমান রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ ডিসেম্বর ফরিদগঞ্জবাসী একটি জমজমাট ও উপভোগ্য ফাইনাল ম্যাচ উপহার পাবে। আয়োজনকে আরও বর্ণিল ও উৎসবমুখর করতে আয়োজক কমিটি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

সব মিলিয়ে ফুটবল, উৎসব আর ঐক্যের এক অনন্য দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ফরিদগঞ্জ— যেখানে মাঠজুড়ে থাকবে লড়াই, গ্যালারিজুড়ে উচ্ছ্বাস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়