বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০১:৫৪

নবাগত ডিসির সঙ্গে চাঁদপুর জেলার বিভাগীয় প্রধানদের পরিচিতি ও আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট প্রস্তুতি সভা

মো. জাকির হোসেন
নবাগত ডিসির সঙ্গে চাঁদপুর জেলার বিভাগীয় প্রধানদের পরিচিতি ও আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট প্রস্তুতি সভা

নবাগত জেলা প্রশাসক চাঁদপুর মো: নাজমুল ইসলাম সরকার মহোদয়ের সঙ্গে চাঁদপুর জেলার সকল বিভাগদপ্তরের প্রধানগণ এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় আজ, ১৯ নভেম্বর ২০২৫ ইং, জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ এ।

এছাড়া, একই দিন অনুষ্ঠিত হয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উপলক্ষ্যে প্রস্তুতি সভা। সভায় জেলা প্রশাসক চাঁদপুর জনাব মো: নাজমুল ইসলাম সরকার সভাপতিত্ব করেন। এছাড়া সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: এরশাদ উদ্দিন সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

motion-photo-2705101327075260583

সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এবং জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও প্রতিনিধি বৃন্দ। আলোচনায় ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি, অংশগ্রহণকারী কলেজের তালিকা, মাঠ ও অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা, খেলোয়াড়দের নিরাপত্তা এবং সুষ্ঠু আয়োজন নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

motion-photo-5541424986621981523

জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার মহোদয় বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এর জন্য ক্রীড়ার প্রতি উৎসাহ প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্রীড়ার মাধ্যমে একত্রিত হবে এবং বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রদর্শন করবে।"

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন বলেন, "সব ধরনের প্রস্তুতি সময়মতো সম্পন্ন করা হবে। আমরা নিশ্চিত করব প্রতিযোগিতাটি সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়।"

এটি চাঁদপুর জেলার শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ, যেখানে ক্রীড়া ও প্রতিযোগিতা এর মাধ্যমে নিজেকে প্রমাণ করার সুযোগ মিলবে। জেলা প্রশাসন এই ধরনের কার্যক্রমকে সমর্থন ও উৎসাহিত করবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ডিসিকে / এমজেডএইচ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়