প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৮
জেলা প্রশাসক কাপ ফুটবলে আজ খেলবে চাঁদপুুর সদর ও হাজীগঞ্জ
মতলব উত্তরের কাছে ২-১ গোলে হেরেছে কচুয়া

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় জয়লাভ করেছে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল। এই টুর্নামেন্টে বুধবারের ম্যাচটি জেলা ও উপজেলার ক্রীড়ামোদী দর্শকরা উপভোগ করলো। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় অংশগ্রহণ করবে চাঁদপুুর সদর উপজেলা ও হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।
|আরো খবর
জেলা প্রশাসন ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্ট হচ্ছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় খেলতে নামে কচুয়া ও মতলব উত্তর উপজেলা দল। দু দলের স্থানীয় ফুটবলাররা বৃষ্টির মধ্যেই মাঠে আক্রমণ ও পাল্টা আক্রমণের মাধ্যমে খেলা শুরু করেন ।
খেলার প্রথম অধ্যায়ের ৫ মিনিটের সময় মতলব উত্তর উপজেলা দলটি আত্মঘাতী গোল খেলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে। এর ১০ মিনিট পরেই সানির পেনাল্টি শর্টের মাধ্যমে কচুয়ার সাথে প্রথম গোল পায় মতলব উত্তর উপজেলা। প্রথমার্ধের খেলা ১-১ গোলে শেষ হয়।
খেলার দ্বিতীয়ার্ধে দু দলই চমৎকার খেলা খেলে। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে মতলবের খেলোয়াড় সাগরের জোরালো শটে জয়সূচক গোল পেয়ে এগিয়ে যায় মতলব উত্তর উপজেলা। রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত সেমি-ফাইনাল কনফার্ম করেই মাঠ ছাড়ে মতলব উত্তর।খেলা শেষে মতলব উত্তরের সেরা ফুটবলার সাগরের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ফুটবলার ও ফুটবল কোচ আনোয়ার হোসেন মানিক। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও কোচ জাহাঙ্গীর পাটোয়ারী, ক্রীড়া সংগঠক হাসান আল জায়েদ রিফাইসহ ফুটবলে অংশ নেওয়া স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।








