মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
  •   উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, জানালো ফায়ার সার্ভিস
  •   উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
  •   চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
  •   রোগীর চাপে বেসামাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল!

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৯:০৬

চাঁদপুর আউটার স্টেডিয়ামে ড্রেন নির্মাণ শেষ হলেও খেলাধুলায় স্বাচ্ছন্দ্য ফেরেনি

আমাদের লক্ষ্য হচ্ছে একটি আধুনিক, নিরাপদ ও টেকসই ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা : জেলা প্রশাসক

মো. আবদুর রহমান গাজী
চাঁদপুর আউটার স্টেডিয়ামে ড্রেন নির্মাণ শেষ হলেও খেলাধুলায় স্বাচ্ছন্দ্য ফেরেনি

চাঁদপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আউটার স্টেডিয়ামের চারপাশে ড্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের সমস্যায় খেলোয়াড়রা নানা ভোগান্তির শিকার হলেও এই উন্নয়ন কাজ অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। তবে মাঠে এখনও পুরোপুরি স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ ফিরে আসেনি। মাঠজুড়ে খানাখন্দ ও মাঠটি অসমতল থাকার কারণে অনুশীলন ও প্রতিযোগিতায় বিঘ্ন ঘটছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, বিভিন্ন খেলায় মেতে আছে খেলোয়াড়রা। কেউ ক্রিকেট, কেউ ফুটবল, কেউ কেউ আবার অন্য খেলার অনুশীলন করছে।

গত কয়েক বছর ধরে সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে থাকতো, যা তরুণ খেলোয়াড়দের অনুশীলন কার্যক্রম ও বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণে বড়ো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতো। মাঠের পরিবেশে হতাশা প্রকাশ করে স্থানীয় তরুণ খেলোয়াড় রাজন ও ফয়সাল বলেন, এই মাঠে ঠিকভাবে খেলা যায় না। চারদিকে কঙ্কর, খোয়া আর ছোট-বড় গর্তে মাঠ ভরা। খেলতে গিয়ে প্রতিনিয়তই পড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

ক্লেমন ক্রিকেট একাডেমির কোচ রাজন বলেন, পুরো স্টেডিয়াম এলাকাজুড়ে উন্নয়ন কাজ চলছে। ড্রেন ছাড়াও সুইমিং পুল, ইনডোর স্পোর্টস স্পেস, মিউজিয়াম, টেনিস কোট এবং ক্লাব ভবনের নির্মাণ চলছে। কাজগুলো শেষ হলে চাঁদপুরবাসী পাবে একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স। প্রতিদিন বিকেলে প্রধান স্টেডিয়াম এবং আউটার স্টেডিয়াম মিলিয়ে শত শত মানুষ খেলাধুলা উপভোগ করতে আসেন। তাই মাঠের উন্নয়ন কেবল খেলোয়াড়দের জন্যেই নয়, ক্রীড়ামোদী সাধারণ মানুষের কাছেও গুরুত্বপূর্ণ। আউটার স্টেডিয়ামে প্রধান উন্নয়ন এবং আয়োজনসমূহের মধ্যে রয়েছে--অরুন নন্দী সুইমিং পুল সংস্কার। বিদ্যমান সুইমিং পুলের আধুনিকায়ন চলছে।

মিউজিয়াম স্থাপন : চাঁদপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে স্টেডিয়াম চত্বরে একটি ক্রীড়া ও মুক্তিযুদ্ধভিত্তিক মিউজিয়াম নির্মাণাধীন রয়েছে। এতে পুরোনো খেলোয়াড়দের সাফল্য, পুরস্কার ও স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হবে। সেটির কাজ এগিয়ে চলছে।

জেলার কৃতী ফুটবলার ইউসুফ বলেন, আগে বৃষ্টি হলেই খেলা বন্ধ থাকতো। এখন ড্রেনের কাজ হওয়ায় সেই ভোগান্তি অনেকটাই কমেছে। আশা করছি, মাঠে দ্রুতই আগের প্রাণচঞ্চল্যপূর্ণ পরিবেশ ফিরে আসবে। ড্রেন নির্মাণের ফলে মাঠের পাশাপাশি গ্যালারি, ক্লাব ভবন ও আশপাশের চলাচলের পথগুলোতে পানি নিষ্কাশন ব্যবস্থা সহজতর হয়েছে।

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, চাঁদপুর আউটার স্টেডিয়ামের সার্বিক উন্নয়নে আমাদের পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। চারপাশে ড্রেন নির্মাণের কাজ শেষ হয়েছে। ফলে এখন সারা বছর খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারবে। আমাদের লক্ষ্য, একটি আধুনিক, নিরাপদ ও টেকসই ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা। তিনি আরও জানান, স্টেডিয়াম মাঠের উন্নয়ন ও অবকাঠামোগত সব কাজ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

চাঁদপুর আউটার স্টেডিয়ামে ড্রেন নির্মাণ কেবল একটি অংশ। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও নানা স্থাপনা নির্মাণ ও আধুনিকায়ন। এসব কাজ শেষ হলে চাঁদপুরবাসী পাবে একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স, যেখানে তরুণ খেলোয়াড়রা প্রশিক্ষণ ও প্রতিযোগিতার জন্যে পাবেন সর্বোচ্চ সুযোগ-সুবিধা। একইসাথে স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোরও বিশ্বাস, উন্নয়ন কাজ শেষে চাঁদপুরের খেলাধুলার জগতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়