বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২০:৪১

মাসে ৪ দিন নয়, ২ দিন বন্ধ চান হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীরা

কামরুজ্জামান টুটুল
মাসে ৪ দিন নয়, ২ দিন বন্ধ চান হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীরা

মাসে ৪ দিন নয়, মাসে ২ দিন বন্ধ চান হাজীগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা। শ্রম মন্ত্রণালয়ের সাথে মতবিনিময় সভাতে এ নিয়ে ক্ষুব্ধভাব প্রকাশ করেছেন তারা। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা অধিদপ্তর কুমিল্লা জোনের উপ-মহাপরিদর্শক সৈয়দ নাজমুল রাশেদকে এমনটাই জানিয়েছেন ব্যবসায়ীরা। জেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক উপজেলায় এমন নিয়ম চাপিয়ে দিলে ব্যবসায়ীরা তা মানবেন না বলে সভাতে জানানো হয়।

সভায় সৈয়দ নাজমুল রাশেদ বলেন, লেবার আইন-২০১৬ অনুযায়ী সাপ্তাহিক দেড় দিন বন্ধ রাখার বিধান রয়েছে। এর মধ্যে শুক্রবার অর্ধ-দিবস ও শনিবার পূর্ণ দিবস। কিন্তু এ আইনটি হাজীগঞ্জে আংশিকভাবে পালিত হলেও পূর্ণাঙ্গভাবে পালিত হচ্ছে না। বিষয়টি আইনের সাথে সাংঘর্ষিক। তাই অন্তত পূর্ণাঙ্গভাবে অন্তত সাপ্তাহিকভাবে একদিন বন্ধ রাখতে হবে হাজীগঞ্জ বাজারের সকল কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানকে।

ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় ব্যবসায়ীরা বলেন, হাজীগঞ্জে কল-কারখানা নেই। এখানে সবাই ক্ষুদ্র ব্যবসায়ী এবং বাজারের ৯৫ ভাগ ব্যবসায়ী ভাড়াটিয়া। তারা ব্যাংক ঋণে ব্যবসা করে থাকেন। প্রতি মাসে কিস্তি, দোকান ভাড়া, স্টাফ খরচ, ট্রেড লাইসেন্স ও সরকারি বিভিন্ন ফি সহ অন্যান্য ব্যয় পরিশোধে হিমশিম খাচ্ছেন। তার ওপর মাসে দুদিন দোকানঘর বন্ধ রাখতে হচ্ছে।

মাসে ৪ দিন নয়, ২ দিন বন্ধ রাখার দাবি জানিয়ে তারা বলেন, এখন যদি মাসে চারদিন দোকান বন্ধ রাখা হয়, তাহলে ব্যবসায়ীরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবেন। একই সাথে হাজীগঞ্জ বাজার থেকে ক্রেতা হারানোর আশঙ্কাও রয়েছে। তাই, ব্যবসায়ীদের আর্থ-সামাজিক দিক বিবেচনা করে সাপ্তাহিক বন্ধ চার দিনের পরিবর্তে দুদিন রাখার বিষয়টি কার্যকর করার আহ্বান জানান।

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন শাবুর সঞ্চালনায় সভায় মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, ব্যবসায়ী এম. এ. রহিম পাটওয়ারী, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, টাইলস ও স্যানিটারি ব্যবসায়ীদের পক্ষে ইউসুফ প্রধানীয়া সুমন, হাজীগঞ্জ প্লাজা মার্কেটের পক্ষে কাজী জিয়াউর রহমান ও বকুলতলা রোড ব্যবসায়ীদের পক্ষে নাজমুল আহসান নয়ন।

আরো বক্তব্য রাখেন কওমি মাদ্রাসা মার্কেট ব্যবসায়ীদের পক্ষে শামসুদ্দিন খান নূর, রজনীগন্ধা মার্কেট ব্যবসায়ীদের পক্ষে শাহাদাত খান মিশু, বণিক পট্টির ব্যবসায়ীদের পক্ষে প্রণব সাহা, দোকান কর্মচারীদের পক্ষে আওলাদ হোসেন প্রধানীয়া ও তুহিন ইসলাম প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন ব্যবসায়ী সমিতির শিল্প বিষয়ক সম্পাদক হাফেজ মো. আবুল কাশেম।

সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা অধিদপ্তর কুমিল্লা জোনের শ্রম পরিদর্শক মনির হোসেন, এনামুল হকসহ বাজার ব্যবসায়ী সমিতির অন্য নেতৃবৃন্দ, কয়েক শতাধিক ব্যবসায়ী ও কর্মচারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়