প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২০:৫৮
জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে গণফোরামের সভা
ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে -------- অ্যাড. সেলিম আকবর

জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে চাঁদপুর গণফোরামের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫ ) সন্ধ্যায় চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর।
|আরো খবর
তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের যথার্থ মর্যাদা দিতে হবে। যাঁরা এ আন্দোলনে শহীদ হয়েছেন তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে। যাঁরা আহত হয়েছেন তাঁদেরকে উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। দেশে বিভিন্ন আন্তর্জাতিক চক্র বিভিন্নভাবে কাজ করছে। দেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্যে নিরপেক্ষভাবে স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থাগ্রহণ করতে হবে। গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন।
চাঁদপুর শহর গণফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন মিয়াজির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি মুনীর চৌধুরী, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাংগঠনিক সম্পাদক হাজী আশরাফ বাবু, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার, জেলা যুব গণফোরামের সভাপতি আলমগীর খান, শহর গণফোরামের সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক মিন্টু সরকার, মহিলা গণফোরামের সভাপতি অ্যাড. জেসমিন কবির, সদর উপজেলার সেক্রেটারি আলমগীর গাজী, ফরিদগঞ্জ থানা সভাপতি মামুন গাজী প্রমুখ।