প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৬:৪৫
নীলকমল ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

হাইমচরের ৪ নং নীলকমল ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
|আরো খবর
সোমবার (২১ জুলাই - ২০২৫ ) বিকেলে নীলকমল বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম শফিক ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মেহানতি । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সভাপতি নাসির উদ্দিন মোল্লা, ছাত্রদলের নেতা বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা জহির মিয়াজী প্রমুখ।
প্রধান অতিথি খলিলুর রহমান গাজী তার বক্তব্যে বলেন, আপনারা প্রত্যেকের বাড়িতে গিয়ে ধানের শিষের বার্তা পৌঁছে দিতে হবে। আমাদের নেতা তারেক রহমান দেশের সাধারণ মানুষের উন্নয়নের কথা ভাবেন। আর এ উন্নয়নকে ধরে রাখতে হলে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে এবং চাঁদপুর-হাইমচর আসনে আমাদের সকলের প্রিয় শেখ ফরিদ আহমেদ মানিককে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে।