রবিবার, ২৫ মে, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৫ মে ২০২৫, ০১:৫৫

চাঁদপুরে মাসব্যাপী ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিক প্রশিক্ষণ উদ্বোধন

বাদল মজুমদার
চাঁদপুরে মাসব্যাপী ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিক প্রশিক্ষণ  উদ্বোধন

চাঁদপুর জেলা ক্রীড়া অফিস আয়োজিত ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ মে ২০২৫) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর স্টেডিয়ামে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫-এর আওতায় মাসব্যাপী প্রশিক্ষণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সরকারি খরচে প্রশিক্ষণ নিচ্ছো, অবহেলা না করে মনোযোগ সহকারে প্রশিক্ষণটি গ্রহণ করবে, যাতে করে আগামীতে খেলাধুলায় ভালো করতে পারো এবং জাতীয় পর্যায়ে চাঁদপুরের সুনাম অক্ষুণ্ন রাখতে পারো। প্রশিক্ষণে ফুটবলে ৪০ জন, সাঁতারে ৪০ জন, অ্যাথলেেটিক্সে ৪০ জনসহ মোট ১২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।

সার্বিক তত্ত্বাবধানে ছিলো চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়