শুক্রবার, ২৩ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৩ মে ২০২৫, ০২:৩০

৩০ জুন চাঁদপুর সুইমিংপুলে অনুষ্ঠিত হবে 'সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ'

গোলাম মোস্তফা
৩০ জুন চাঁদপুর সুইমিংপুলে অনুষ্ঠিত হবে 'সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ'

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে নবীন প্রতিভাবান সাঁতারু সন্ধানের লক্ষ্যে 'সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫' শীর্ষক 'সুইমার ট্যালেন্ট হান্ট' শুরু হয়েছে চলতি মাসের ১০ মে। আগামীতে বাংলাদেশে মেধাবী সাঁতারু তৈরির অংশ হিসেবে মফস্বল, শহর ও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী সম্ভাবনাময় ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে তাদেরকে দেশের ক্রীড়াঙ্গনে সম্পদে পরিণত করার প্রয়াসে এই কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সুইমিং ফেডারেশনের কার্যকরী পরিষদ।

ফেডারেশনের এই কর্মসূচি বাস্তবায়নে দেশের প্রতিটি জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠান হতে প্রতিভাবান সাঁতারু খুঁজে বের করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সুইমিং ফেডারেশন দেশের সকল বিভাগ ও ৬৪টি জেলা হতে ১৫টি ভেন্যুতে প্রাথমিক পর্যায়ে মেধাবী এই সাঁতারুদের খুঁজে বের করে সারাদেশ থেকে ৬০০ জন উদীয়মান সাঁতারু নির্বাচন করা হবে। এই নির্বাচিত সাঁতারুদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকমানের সাঁতারু হিসেবে তৈরি করা হবে।

'সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২০২৫' শীর্ষক 'সুইমার ট্যালেন্ট হান্ট'-এর আওতায় চাঁদপুরকে ১৫টি ভেন্যুর অন্যতম হিসেবে নির্ধারণ করা হয়েছে। সেমতে আগামী ৩০ জুন ২০২৫ (সোমবার) চাঁদপুর সুইমিংপুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুইমার ট্যালেন্ট হান্টের প্রাথমিক বাছাই পর্ব। এদিন চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সেরা সাঁতারুদের খুঁজে বের করা হবে এই ভেন্যুতে। এ সকল জেলার ছেলে ও মেয়েদের দুটি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরাদের বাছাই করা হবে।

গ্রুপ-'এ'তে থাকবে ৯ থেকে ১১ বছর, গ্রুপ-'বি'তে থাকবে ১২ থেকে ১৫ বছরের ছেলে এবং মেয়ে। তবে এ ছেলে ও মেয়েদের আলাদা আলাদা গ্রুপ থাকবে। এজন্যে অংশগ্রহণকারীকে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যে কোনো আগ্রহী প্রতিযোগী ইচ্ছে করলে অনলাইনে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করতে পারবে।

এজন্যে ঐ প্রতিযোগী - https:// bd swimming.ong/ Talenthunt গিয়ে আবেদন করতে পারবে। এছাড়া এ প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে চট্টগ্রাম বিভাগের উল্লেখিত জেলাসমূহের বাসিন্দা এবং চাঁদপুরের কোনো প্রতিযোগী অংশ নিতে চাইলে ব্যক্তিগতভাবে বাংলাদেশ সুইমিং ফেডারেশন কর্তৃক নিয়োজিত চাঁদপুর প্রতিনিধি ওসমান গনি জনি (মোবাইল নাম্বার- ০১৮১৮-৯১১৩৮৩)-এর সাথে যোগাযোগ করে তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে।

জানা যায়, সেরা সাঁতারুদের খোঁজে 'সুইমার ট্যালেন্ট হান্ট'টি কুমিল্লায় হওয়ার কথা ছিলো। কিন্তু পূর্ব থেকেই সাঁতারে চাঁদপুরের একটি ঐতিহ্য রয়েছে। তাছাড়া বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দুবারের নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন চাঁদপুরের কৃতী সন্তান। সে হিসেবে তাঁর ইচ্ছায় আগামী ৩০ জুন সেরা সাঁতারুদের খোঁজে বাংলাদেশ অনুষ্ঠানটির প্রাথমিক বাছাই পর্ব চাঁদপুরে অনুষ্ঠিত হবে।

এটিকে কেন্দ্র করে ইতোমধ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে চাঁদপুর আউটার স্টেডিয়ামের অরুণ নন্দী সুইমিং পুলটি সম্পূর্ণভাবে তৈরি করার জন্যে ইতোমধ্যে তাগাদা দেয়া হয়েছে।

শুধু তাই নয়, অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান সফল করার লক্ষ্যে ইতোমধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব চাঁদপুরে এসে গেছেন।

এদিকে সেরা সাঁতারুদের খোঁজে বাংলাদেশ 'সুইমার হান্ট ২০২৫' বিষয়ে চাঁদপুরের কৃতী সন্তান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনের সাথে কথা হলে তিনি বলেন, আমার জেলা চাঁদপুরের সাঁতারের একটি সুনাম ও ঐতিহ্য রয়েছে অনেক আগ থেকেই।

চাঁদপুরের সেই ঐতিহ্য পুনরুদ্ধারে আমি চাই আমার চাঁদপুরে আগামীর জন্যে মেধাবী সাঁতারু তৈরি হোক। আর এর মধ্য দিয়েই আমার চাঁদপুরের সাঁতারের ঐতিহ্য ফিরে পাবে। তাই আমি নিজে উদ্যোগ নিয়ে অনুষ্ঠানটি চাঁদপুরে করার সিদ্ধান্ত নিয়েছি। সে অনুযায়ী ফেডারেশন সর্বাত্মক সহযোগিতা করবে। তাই আমি আমার নিজ জেলাবাসীর কাছে অনুষ্ঠানটি সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা চাই।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়