বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩১

মুন্সীগঞ্জের শ্রীনগরে আলেমননেছা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের ২২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জের শ্রীনগরে আলেমননেছা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের ২২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলেমননেছা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের ২২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বিদ্যালয় মাঠে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. হযরত আলী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ আলী, যিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যক্ষ শফিকুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বিদ্যালয়টি শিক্ষাক্ষেত্রে যেমন অবদান রাখছে, তেমনই ক্রীড়া প্রতিযোগিতায়ও প্রশংসনীয় ভূমিকা রাখছে।”

প্রধান আলোচক ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম মৃধা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক ও ভাগ্যকূল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান সিদ্দিকী, আল আমিন বাজার কমিটির সেক্রেটারি আব্দুল আজিজ পুলিশ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সমাজসেবক আব্দুল খালেক, লিটন, মো. মামুন ও মোহাম্মদ ইমরান হোসেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু লেখাপড়ায় নয়, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবৃত্তিতে শ্রীনগর উপজেলার মধ্যে অন্যতম শীর্ষস্থান ধরে রেখেছে। অধ্যক্ষ মো. ইউসুফ আলীর দক্ষ পরিচালনায় শিক্ষার্থীরা নিয়মিতভাবে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখছে।

ক্রীড়া প্রতিযোগিতাটি পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শ্রী অধীর রাজবংশী, যাকে সহায়তা করেন নাহিদুল ইসলাম, মোহাম্মদ ফরিদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহীন, মোহাম্মদ জসিমউদ্দিন, মাওলানা নুর ইসলাম, কামরুন নাহার মুক্তা, মাহফুজা বেগম, মনোয়ারা মনি, মম, শিমু, কেয়া, সুমাইয়া ও শারমিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়