প্রকাশ : ২২ জুন ২০২১, ২০:৩০
ক্রীড়া সংস্হা কর্তৃক অতিরিক্ত জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা
চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেলা ক্রীড়া সংস্হার সহ সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে জেলা ক্রীড়া সংস্হার পক্ষ থেকে বিদায় সংব্র্ধনা দেওয়া হয়।
গতকাল ২২ জুন মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর স্টেডিয়াম মিলনায়তনে জেলা ক্রীড়া সংস্হার কোষাদক্ষ সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী অতিথি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। জনাব জামান বলেন, আমার চাকরি জীবনে মনখুলে কাজ করার সুযোগ হয়েছে চাঁদপুরে। সেই সুযোগ তৈরি করে দিয়েছে জেলা প্রশাসক। মহামারী করোনার প্রথম থেকে আজ অব্দি অসহায় দু:স্থদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া প্রণোদনা একটি চাউলও অযোগ্য ব্যক্তির বা পরিবারের হাতে তুলে দেইনি। এ ছাড়াও চাঁদপুরের উন্নয়নে কাজ করতে সক্ষম হয়েছি, বিশেষ করে চাঁদপুর মোলহেড এলাকায় দখল মুক্ত ও দর্শনার্থীদের বসার ব্যবস্থা করেছি। বাসস্ট্যান্ড এলাকায় সরকারি কোয়াটারে জেলা প্রশাসনের অর্থায়নে শিশুদের খেলার জন্য পা্র্ক করতে পেরেছি। এসব কিছুই জেলা প্রশাসনের সহযোগিতার কারনেই তা সম্ভব হয়েছে।
তিনি বলেন, চাঁদপুরের মানুষ আমার সকল কাজে সহযোগিতা করায়, আমি কঠিন কাজটি সহজভাবে করতে পেরেছি।
জেলা ক্রীড়া সংস্হার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ফুটবল উপ-কমিটির সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, টেবিল টেনিস উপ-কমিটির সাধারন সম্পাদক আবু নাছের বাচ্ছু পাটওয়ারী, বিষ্নুদী ক্লাবের সভাপতি এডঃ সেলিম আকবর, হাজীগঞ্জ ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম আখন্দ। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন সদর উপজেলা সাধারণ সম্পাদক তপন চন্দ, চেম্বার অব কমা্র্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোয।
আলোচনা শেষে বিদায়ী অতিথিকে ক্রীড়া সংস্হার পক্ষ থেকে ফুলের সুভেচ্ছা জানানো হয়। এছাড়াও বিভিন্ন সংগঠন ফুলেল শুভেচ্ছা জানান। পরিশেষে বিদায়ী অতিথিকে ক্রিকেট বেট উঠিয়ে বেটের নিচ দিয়ে বিদায় জানান চাঁদপুরের ক্রিকেট খেলোয়াররা।