বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ২১:১৫

সাকিব, তামিম ভাইদের সাথে খেলাটা স্বপ্ন ছিলো : শামীম পাটওয়ারী

রাসেল হাসান
সাকিব, তামিম ভাইদের সাথে খেলাটা স্বপ্ন ছিলো : শামীম পাটওয়ারী

চাঁদপুরের ফরিদগঞ্জের ধানুয়া গ্রামের ছেলে শামীম। পুরো নাম শামীম পাটওয়ারী। খেলার ক্যারিয়ার গড়েছেন চাঁদপুর স্টেডিয়ামেই। চাঁদপুর ক্লেমন একাডেমির কোচ শামীম ফারুকীর তত্ত্বাবধানে ধীরে ধীরে গড়ে ওঠা ফরিদগঞ্জের শামীম এখন জাতীয় ক্রিকেটার।

২০২০ সালে যুব বিশ্বকাপে ভালো পারফরমেন্সের পর বিসিবির হাই পারফরম্যান্স দলে এসে নতুন করে জানান দেন তাঁর মারকুটে ব্যাটিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের। ঘরোয়া ক্রিকেটেও সেই ধারাবাহিকতা দেখে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে সুযোগ দেওয়া হয় শামীমকে। এতে চাঁদপুরবাসী প্রথমবারের মত পেলো একজন জাতীয় ক্রিকেটার।

২০১১ সালের যে সময় শামীমের ক্রিকেট যাত্রা শুরু হয় সে সময় সাকিব আল হাসান, তামিম ইকবালরা বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা। সাকিব-তামিম-মুশফিকদের দেখেই শামীমের মতো তরুণেরা জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতেন। যদিও শামীমের স্বপ্নটা শুধু জাতীয় দলে খেললেই হবে না, খেলতে হবে সাকিব-তামিম-মুশফিকদের সাথে। ২০১১ সাল থেকে দেখতে থাকা শামীমের স্বপ্নটি দশ বছর পর ২০২১ সালে এসে পূরণ হলো।

আইডল সাকিব আল হাসানের হাত থেকেই অভিষেক ক্যাপ পেয়েছেন শামীম। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষেক ঘটে তার। যদিও সিরিজের প্রথম ম্যাচে পরিবর্তীত খেলোয়াড় হিসেবে নেমে দূর্দান্ত ক্যাচ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন অনেক। দ্বিতীয় টি-টোয়েন্টিতে চাপের মুখে ১৩ বলে ২৯ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু ম্যাচটা শেষ করতে পারেননি শামীম। সেই আক্ষেপের কথাই দৈনিক চাঁদপুর কণ্ঠকে জানালেন এই তরুণ অলরাউন্ডার।

শামীম পাটওয়ারী বলেন, 'আল্লাহকে ধন্যবাদ, তিনি আমার স্বপ্নটি পূরণ করেছেন। ছোটবেলা থেকেই সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাইদের খেলা দেখেছি। ইচ্ছা ছিল তাঁরা থাকা অবস্থায় জাতীয় দলে খেলার। সেটা পেরেছি। আমি মনে করি আমি অনেক ভাগ্যবান, যা চেয়েছিলাম সেটা করতে পেরেছি।'

শামীমের বাবা আব্দুল হামিদ পাটওয়ারী ও মা রীণা বেগম। দু'জনই শুক্রবার ছেলের খেলা দেখে খুশি। আদরের ছোট সন্তানকে টিভির পর্দায় দেখে চোখের কোণে জল এনেছেন মা। ছেলের প্রথম বাউন্ডারিতে মনের অজান্তেই চিৎকার দিয়ে উঠেছেন। যতক্ষণ পিচে ছিলো ততক্ষণ আল্লাহর নাম জপেছেন তিনি। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় দৈনিক চাঁদপুর কণ্ঠকে এমনটাই জানালেন শমীমের বাবা আব্দুল হামিদ পাটওয়ারী।

নিজের অভিষেক ম্যাচে প্রত্যাশিত পার্ফরম্যান্স করলেও নিজের হাতে দলকে না জেতাতে পারার আক্ষেপ শামীমের আজও রয়ে গেছে। ভবিষ্যতে হয়তো শামীম বহু বল খেলবেন, দেখবেন বহু পঞ্চাশ বা শত রানের ইনিংস তবে অভিষেকের ১৩ বলে ২৯ রানের স্কোরটি চিরস্মরণীয় হয়ে থাকবে শামীম পাটওয়ারীর জীবনে।

সাকিব-তামিম-মুশফিক-রিয়াদকে আইডল মানা শামীম পাটওয়ারী একদিন দেশের হাজারো তরুণের আইডল হয়ে উঠবে, নিজের ক্যারিয়ারের সেরাটা অর্জন করে হয়ে উঠবেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা খেলোয়াড় এমনটাই প্রত্যাশা শামীমের জন্মস্থান চাঁদপুরবাসীর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়