শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ০০:০০

কুমিল্লায় ০২-০৪ ব্যাচের ক্রিকেট টুর্নামেন্ট

রানারআপ হলো ফ্রেন্ডস্ সার্কেল চাঁদপুর

রানারআপ হলো ফ্রেন্ডস্ সার্কেল চাঁদপুর
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

কুমিল্লায় ৩ জেলার ০২-০৪ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ক্রিকেট টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে কুমিল্লা কিংসের সাথে হেরে রানার আপ হয়েছে ফ্রেন্ডস্ সার্কেল চাঁদপুর ক্রিকেট দল।

ক্রিকেট কাউন্সিল ০২-০৪-এর আয়োজনে ১ এপ্রিল শুক্রবার কুমিল্লার বার্ডে ৩ জেলার এসএসসি ও এইচএসসি শিক্ষাথীদের নিয়ে সামিয়া ইলেকট্রনিক্স পাওয়ার প্লে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে অংশ নেয়া ৩ জেলার দলগুলো হলো- কুমিল্লা সুপার কিংস, ফ্রেন্ডস সার্কেল চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া রাইডার্স ও কুমিল্লা এডভেঞ্চার্স।

অংশ নেয়া দলগুলোকে নিয়ে ৮ওভারের ম্যাচের আয়োজন করে আয়োজকরা। ফাইনালে টসে জয়লাভ করে কুমিল্লা কিংস। নির্ধারিত ৮ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করে। জবাবে ফ্রেন্ডস্ সার্কেল চাঁদপুর ১৩৮ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ৯২ রান করে।

ফ্রেন্ডস্ সার্কেল চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন : রকিবুল হাসান (অধিনায়ক), আতাউর রহমান পারভেজ (সহ-অধিনায়ক), সাফাউদ্দিন আহম্মেদ, ইমন সরকার, মাইনুদ্দিন, মহিউদ্দিন, কামাল, পাভেল, কাউছার, মোর্শেদ, সুবল ও সবুজ। দলের উপদেষ্টা অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, সমন্বয়কারী সাব্বির আজম ও রুবেল খান। টিম ম্যানেজার জালাল সুমন ও মুক্তা। কোচ সাইফ সোহাগ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়