শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২১, ০১:৫৮

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

জনগণকে সঙ্গে নিয়ে আমাদের দেশনেত্রীকে মুক্ত করবো ---- অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

চাঁদপুরে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২২ নভেম্বর সোমবার বিকাল ৩টায় চাঁদপুর জেলা বিএনপি'র আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবির স্লোগানে স্লোগানে কম্পিত হয়ে ওঠে দলীয় কার্যালয় প্রাঙ্গণ।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

তিনি বলেন, খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করার পাঁয়তারা করছে সরকার। এজন্য তাকে বিদেশে উন্নত চিকিৎসা করাতে দিচ্ছে না। দেশনেত্রীর জন্য রাজপথ উত্তাল হয়েছে। কোন বাঁধা এ আন্দোলন থামবে না। আমরা শান্তিপূর্ণভাবে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের দেশনেত্রীকে মুক্ত করবো।

তিনি বলেন,খালেদা জিয়া যে ভাবে পায়ে হেঁটে কারাগারে গিয়েছে, আমরা চাই তিনি সেইভাবে পায়ে হেঁটে বাড়ি ফিরবে।

তিনি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসায় বিদেশ পাঠাতে সরকারের প্রতি দাবী জানান।

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান, সেলিমুস ছালাম, অ্যাডঃ হারুনুর রশিদ,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর।

আরো বক্তব্য রাখেন,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ওলামা দলেন সভাপতি মাও. জসিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান গাজী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হাজী মোশারফ হোসেন,সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন বাচ্চু,বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, সাবেক পৌর কাউন্সিলর আলী আহম্মদ সরকার, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম নজু, যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদারসহ জেলা, সদর পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল,মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়