প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ২০:৫১
গল্লাক কলেজে ক্লাস বন্ধ রেখে ছাত্রশিবিরের অনুষ্ঠানের ঘটনায় তোলপাড়

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অনুষ্ঠান করার ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
|আরো খবর
শ্রেণিশিক্ষা কার্যক্রম বন্ধ রেখে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের মিলনায়তনে সোমবার (২৭ অক্টোর ২০২৫) দুপুর ১২টা নাগাদ এ সভা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েও সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন।
জানা যায়, পূর্বের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার আয়োজনে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের মিলনায়তনে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫ নামক সভার আয়োজন করা হয়। জমকালো আয়োজন ও ব্যানারসহ সকল কর্মকাণ্ড পরিলক্ষিত হয়েছে নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে। জামায়াতে ইসলামী উপজেলা শাখা ও বিভিন্ন এলাকার নেতৃবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন শ্রেণি থেকে শিক্ষার্থীরা কেউ রাজনৈতিক এ সভায় যুক্ত হয়েছেন, আবার কেউ ক্লাস ত্যাগ করে বাইরে চলে যায়। এতে শিক্ষার পরিবেশ ব্যাপকভাবে বিঘ্ন হয়েছে বলে দাবি স্থানীয়দের।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোহাম্মদ নাকিবল ইসলাম নামে একজন লিখেন, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের ক্লাস বন্ধ করে শিবিরেরা প্রোগ্রাম করেছে। মোস্তফা কামাল সবুজ, আকবর মিজি ও মো. রাজুসহ আরো অনেকেই এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
রেদোয়ান হোসেন রানা, খোরশেদ আলম মানিক, সৈকত আহমেদসহ আরো অনেকেই বলেন, শ্রেণি কার্যক্রম চলাকালীন সময়ে শিবিরের অনুষ্ঠান করার বিষয়টি দুঃখজনক।
এ ঘটনার সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা হোক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী বাংলাদেশ-এর ফরিদগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা ইউনুস হেলাল। তার বক্তব্যের জন্যে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস বলেন, ইসলামী ছাত্রশিবিরের অনুষ্ঠানের কথা ছিলো কলেজ ছুটির পর। কিন্তু তারা আগেই শুরু করেছে। যেহেতু বিষয়টি সেনসিটিভ, আমি মন্তব্য করতে রাজি নই।








