প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১৭:০১
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)
আজ সন্ধ্যায় বিএনপির ৫ মনোনয়ন প্রত্যাশী গুলশানে যাচ্ছেন মতবিনিময়ে

উদ্বেগ উৎকণ্ঠা নিয়েই আজ রোববার (২৬ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় বিএনপির গুলশান অফিসে মতবিনিময়ের জন্যে যাচ্ছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের অন্তত ৫জন মনোনয়ন প্রত্যাশী। তবে এই সংখ্যা বাড়তেও পারে বলে জানা গেছে।
|আরো খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করছেন বিএনপির নীতি নির্ধারকরা। ওই সভায় ভার্চুয়ালি উপস্থিত থাকেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। জেলা পর্যায়ের সব আসনের মনোনয়ন প্রত্যাশীরা সেখানে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আসেন। এর মধ্যেই বেশ কিছু মনোনয়ন প্রত্যাশীকে গ্রিন সিগন্যাল দেয়া হয়েছে বলে ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে।
সেই হিসেবে আজ রোববার সন্ধ্যায় চাঁদপুর জেলার ৫টি আসনের অন্তত ১৯জন মনোনয়ন প্রত্যাশী গুলশান অফিস থেকে ফোন বা চিঠি রিসিভ করেছেন সাক্ষাৎকারের জন্যে। এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) থেকে ৩জন, চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) থেকে ৬জন, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) থেকে ৪জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ ) থেকে ৫জন ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) থেকে ১জন মতবিনিময় সভার আমন্ত্রণ পেয়েছেন।
এদিকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জন্যে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫জন মনোনয়ন প্রত্যাশী চিঠি পেয়েছেন বলে জানা গেছে। তবে শেষ মুহূর্তে এই সংখ্যা বাড়লেও বাড়তে পারে । চিঠি পাওয়া মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে চিঠি বা ফোন পাওয়ার কথা জানিয়েছেন, এঁরা হলেন : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সমন্বয়ক এম এ হান্নান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী, কাজী রফিক এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির বেপারী । এছাড়া আরেক মনোনয়ন প্রত্যাশী গুলশান কার্যালয়ে কর্মরত রিয়াজ উদ্দিন নসুও ওই সভায় থাকতে পারেন বলে জানা গেছে।
এদিকে মনোনয়ন প্রত্যাশীরা গুলশান কার্যালয়ে যাবেন এমন সংবাদে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চলছে আগাম অভিনন্দন ও শুভেচ্ছা দোয়ার বার্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মনোনয়ন প্রত্যাশী জানান, আজকের সভায় নির্দিষ্ট কোনো প্রার্থীকে মনোনয়ন বিষয়ে চূড়ান্ত কিছু বলা হবে কিনা তা স্পষ্ট নয়।







