প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ২৩:৪১
ফরিদগঞ্জে নির্বাচনী প্রচারে অংশ গ্রহণকালে হঠাৎ অসুস্থ, পরে মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে মোহাম্মদ শাহজাহান (৪৫) নামে এক অটোরিক্সাচালক হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর মৃত্যুবরণ করেছেন।
|আরো খবর
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের
আষ্টায় এই ঘটনা ঘটে।
মোহাম্মদ শাহজাহান ওই এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা। করুণ এই মৃত্যুর ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান শনিবার বিকেলে সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোহম্মদ হারুনুর রশিদের পক্ষে আষ্টা বাজারে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। প্রচারণা চলাকালীন তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় আষ্টা বাজারস্থ চিকিৎসক মাহাবুব রহমানের দোকানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর রাত ৯ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
শাহজাহানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। তিনি এলাকার একজন পরিচিত ও সদালাপী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।








