শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৬:৫৫

ফরিদগঞ্জে তিন যুবদল নেতার মৃত্যুবার্ষিকী পালন

কবর জিয়ারত করলেন সাবেক এমপি লায়ন হারুন

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জে তিন যুবদল নেতার মৃত্যুবার্ষিকী পালন

প্রবীর চক্রবর্তী।।

২০১৩ সালের ২৫ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলায় তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আহূত মিছিল-সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষের সময় ছোড়া গুলিতে নিহত হন তিন যুবদল নেতা। এরা হলেন : পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পূর্ব গাজীপুর তিনকড়ি বেপারী বাড়ির আ. মতিন বেপারী ও তফুরেরনেছা দম্পতির ছোট ছেলে জাহাঙ্গীর বেপারী, রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের মো. আব্দুল আলিম ও হাজেরা বেগমের ছেলে আরিফ হোসেন এবং একই ইউনিয়নের বদরপুর গ্রামের আব্দুর রহিম ও সফুরা বেগমের ছেলে বাবুল ভূঁইয়া।

এদিকে তিন যুবদল নেতার দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জেয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) দুপুরে এ যুবদল নেতাদের কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।

এ সময় তাঁর সাথে নিহত যুবদল নেতার পরিবারের সদস্যরা ছাড়াও অন্যান্যের মধ্যে উপিস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি বিল্লাল কোম্পানী, সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটওয়ারী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো, পৌর বিএনপি নেতা গোলি বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মানিক পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান , রূপসা উত্তর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ. জলিল, বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, মশিউর রহমান রিপনসহ বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়