মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২১:৩৫

শাহমাহমুদপুর ইউনিয়নে গণফোরামের উঠোন বৈঠক

নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করে জুলাই আন্দোলনের মূলমন্ত্র ধরে এগিয়ে যেতে হবে

----------অ্যাড. সেলিম আকবর

স্টাফ রিপোর্টার
নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করে জুলাই আন্দোলনের মূলমন্ত্র ধরে এগিয়ে যেতে হবে

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে গণফোরামের উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই ২০২৫) বিকেলে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গুচ্ছগ্রামে উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর। তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশের মানুষ যাতে নির্ভয়ে-নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে ব্যাপারে সরকার ও নির্বাচন কমিশনকে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। পেশীশক্তি ও টাকার খেলার নির্বাচন যেনো বন্ধ হয় সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আগামী দিনে গতানুগতিক নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করে জুলাই আন্দোলনের মূলমন্ত্র ধরে এগিয়ে যেতে হবে। বিগত বিভিন্ন সরকারের মতো সরকার যেনো গঠন না হয়।

ইউনিয়ন গণফোরাম নেতা আবদুর রশিদ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মানিক গাজী। বক্তব্য রাখেন চাঁদপুর জেলা গণফোরামের সাংগঠনিক সম্পাদক হাজী আশরাফ বাবু সরকার, সদর উপজেলা গণফোরামের সভাপতি মির্জা রুহুল আমিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শহর গণফোরামের সভাপতি অ্যাড. আবু সুফিয়ান, প্রচার সম্পাদক মিন্টু সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়