প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২০:০৮
রেলওয়ে কিন্ডারগার্টেনে মাদকসেবী ও চোরের উপদ্রব

রোববার (২৭ জুলাই ২০২৫) রাত সাড়ে ১০টায় কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর তৎপরতায় ৬নং ওয়ার্ডের পালবাজার বকুলতলা এলাকাস্থ রেলওয়ে কিন্ডারগার্টেনের চুরিকৃত গাছের ডাব এবং মাদক সেবন করা বোতল উদ্ধার করা হয়েছে।
|আরো খবর
স্কুলের অফিস সহায়কের সাথে কথা হলে তিনি জানান, স্কুলের সামনেই তার বাসা। রাত ১০টায় স্কুলের ভেতর গুড়ুম গুড়ুম শব্দ শুনে তিনি বের হন। প্রথমে স্কুলে লাইট মেরে স্কুলের ভেতরে কারো উপস্থিতি টের পেয়ে নিজের নিরাপত্তার জন্যে এলাকার দুজন ছেলেকে সাথে নিয়ে স্কুলে প্রবেশ করেন। তাদের উপস্থিতি টের পেয়ে চোরেরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষকে ফোন দিলে তারা কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের পাঠায়। তাদের অনুসন্ধানে বস্তায় এবং বাথরুমে লুকিয়ে রাখা চোরাই ডাবগুলো উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে মাদকের বোতল ও উপকরণ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখতে পায় কমিউনিটি পুলিশিং টহল সদস্যরা।
জানা যায়, রাত হলেই স্কুলের দেয়াল কিংবা গেট টপকে স্কুলের ভেতরে ঢুকে মাদক সেবন করে তারা। তখন মাদকের গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, কিশোর গ্যাং, মাদকসেবী ও চোরেরা ৬নং ওয়ার্ডের পালবাজার এলাকায় পৌরসভার রাস্তার লাইটগুলো ভেঙ্গে ফেলে, যাতে তারা অন্ধকারে অপরাধমূলক কাজ করতে পারে। ভয়ে অনেক সময় এই রাস্তা দিয়ে হাঁটাচলা করতে অসুবিধা হয় তাদের। পালবাজার এলাকা এবং অন্য এলাকা থেকে আগত বখাটে ছেলেদের রাতের আড্ডা জমে এখানে।
রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা বলেন, আমরা যথাসম্ভব চেষ্টা করি স্কুলটিকে নিরাপদ রাখার জন্যে। কিন্তু কে বা কারা এই স্কুলের সম্পদ চুরি করে এবং নষ্ট করে যায়! কখনো স্কুলের ঘণ্টা, ফ্যান ও চেয়ার রুমের তালা ভেঙ্গে নিয়ে যায়। স্কুলের কোনো ফল গাছ নিরাপদে রাখা যায় না। দুর্বৃত্তরা রাত হলেই এলাকাটিকে মাদক সেবনের নিরাপদ স্থল বানিয়ে ফেল এবং এলাকার পরিবেশ নষ্ট করে। সকালে স্কুল খোলার পর স্কুল ভবনের আশপাশে বিভিন্ন মাদকদ্রব্যের বোতল, ছিপি, গাঁজা সেবনের গন্ধ ও চিহ্ন দেখা যায়।
প্রশাসনের কাছে স্কুলের শিক্ষক ও এলাকাবাসীর অনুরোধ, চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পালবাজার এলাকাকে মাদকসেবনকারী ও চোরমুক্ত করে এলাকার সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হোক।