সোমবার, ১৮ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২০:০৮

অকাল প্রয়াত শিক্ষিকার স্মরণে রেলওয়ে কিন্ডারগার্টেনে দোয়ানুষ্ঠান

স্টাফ রিপোর্টার।।
অকাল প্রয়াত শিক্ষিকার  স্মরণে রেলওয়ে কিন্ডারগার্টেনে  দোয়ানুষ্ঠান
রেলওয়ে কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষিকা নাজমা বেগমের অকাল মৃত্যুতে স্কুলের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে দোয়ানুষ্ঠানে মোনাজাত করেন।

চাঁদপুর শহরের পালবাজার বকুলতলা রোডস্থ রেলওয়ে কিন্ডারগার্টেনে সদ্য প্রয়াত সহকারী শিক্ষিকা নাজমা বেগমের স্মরণে স্কুলের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট ২০২৫) সকালে এই দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়ানুষ্ঠানে নাজমা বেগমের আত্মার মাগফেরাত কামনা ও তাঁর স্মরণে তাজবীহ পাঠ ও কোরআন তেলাওয়াত করেন স্কুলের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ মাহমুদা খানম, উপাধ্যক্ষ রুবিনা মরিয়ম, সহকারী শিক্ষক জনি দাস, নাছিমা আক্তার, সুমন চৌধুরী, সাব্বির রহমান, কাজী নাহিন, মার্জিয়া বেগম, লিপি দেবনাথসহ স্কুলের অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং মরহুমা নাজমা বেগমের স্বামী ও সন্তানরা।

এই দোয়ানুষ্ঠানে মরহুমা নাজমা বেগমের জন্যে সকলে আবেগাপ্লুত হয়ে চোখের পানি ফেলেন এবং প্রাণ খুলে দোয়া করেন। দোয়াশেষে তবররুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়