মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০১:০৯

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে বাইতুল আমিন মসজিদ-মাদ্রাসার পাশে ময়লার ভাগাড় ও প্রস্রাবের স্থান, সচেতন মহলে উদ্বেগ

খোলা জায়গায় মসজিদের পাশে কেনো এমনটা!

কাজী আজিজুল হাকিম নাহিন
খোলা জায়গায় মসজিদের পাশে কেনো এমনটা!
ছবি:কাজী আজিজুল হাকিম নাহিন

মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতের স্থান, শ্রেষ্ঠতম পবিত্র জায়গা। সেই পবিত্র জায়গার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। কিন্তু চাঁদপুর শহরের বাইতুল আমিন জামে মসজিদ এবং বাইতুল আমিন রেলওয়ে মডেল মাদ্রাসার পাশেই রয়েছে ময়লা আবর্জনার ভাগাড় এবং উন্মুক্ত প্রস্রাবের স্থান।

অথচ এই স্থানটি শহরের প্রাণকেন্দ্র, যাকে 'হার্ট অব দ্যা টাউন' বলা হয়। মসজিদটিও চাঁদপুর শহরের অন্যতম সৌন্দর্যমণ্ডিত ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা। এমন একটি গুরুত্বপূর্ণ মসজিদের সন্নিকটে কেনো এ ধরনের নোংরামি এবং পরিবেশদূষণ চলবে—এ প্রশ্ন সচেতন নাগরিকদের।

সচেতন মানুষমাত্রই বলছেন, মসজিদের পাশে কেনো এ রকম নোংরা কাজ হবে—উন্মুক্তভাবে প্রস্রাব করা, ময়লা ফেলা! এতে শুধু রাস্তাঘাট-মসজিদ-মাদ্রাসার সৌন্দর্যই নষ্ট হচ্ছে না, পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

পাশেই একটি পুকুর আছে, যেখানে মাছ চাষ করা হয়। কিন্তু সেই পুকুরের পানিতে ময়লা এবং প্রস্রাবের পানি গিয়ে পড়ছে, যা শুধু পরিবেশ দূষণই নয়, জনস্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ।

দ্রুত এ রকম পরিবেশগত জঘন্য কদাচার দূর করতে সচেতন মহল জোর দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের প্রতি জোরালো আহ্বান—মসজিদের পবিত্রতা ও আশপাশের পরিবেশ রক্ষার্থে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়