প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ২০:০৯
সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে ----------খেলাফত আন্দোলন আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী সম্প্রতি দেশব্যাপী সন্ত্রাসী, চাঁদাবাজিসহ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করতে হবে।
|আরো খবর
শনিবার (১২ জুলাই ২০২৫) সকালে রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের মজলিসে আমেলা (কার্যনির্বাহী পরিষদ)-এর বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আধিপত্য বিস্তার ও ক্ষমতার লোভে এক শ্রেণীর চাঁদাবাজ সন্ত্রাসী বেপরোয়া হয়ে উঠেছে। অর্থ ও ক্ষমতার লোভে এরা বেপরোয়াভাবে নিরপরাধ মানুষ হত্যা করছে। তাদের দৌরাত্মের কারণে জনসাধারণ নিজেদের ব্যবসা-বাণিজ্য, পরিবার ও ব্যক্তিগতভাবে শংকিত, আতঙ্কিত। দলমত নির্বিশেষে সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের সার্বিক সহযোগিতা ছাড়া শুধু সরকারের পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। তিনি অবিলম্বে মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জন্যে সরকারের প্রতি জোর দাবি জানান।
তিনি বলেন, বর্তমানে দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টকে বিতাড়িত করা হয়েছে। এখন দেশবাসী ঐক্যবদ্ধ না থাকলে নব্য ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আগামী নির্বাচনে ইসলামী সরকার প্রতিষ্ঠায় ইসলামী দলগুলোর ঐক্যৈর বিকল্প নেই।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির মাওলানা শেখ আজিম উদ্দিন, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, উপদেষ্টা মুফতি আব্দুল আজিজ, যুগ্ম মহাসচিব মো. রোকনুজ্জামান রোকন, যুগ্ম মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, সহ-প্রচার সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল হাসান শাহজাহান, মাওলানা রুহুল আমিন, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, অধ্যক্ষ ডাক্তার নিয়ামত আলী ফকির, আতিকুল ইসলাম, মাওলানা তাওহীদুজ্জামান, মাওলানা খন্দকার মোশতাক আহমদ শরীয়তপুরী, মাওলানা কারী সিদ্দিকুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সাইফুল ইসলাম জামালী, মুফতি শিহাব উদ্দিন কাসেমী, মাওলানা সানাউল্লাহ ফিরোজ, মাওলানা গাজী ইউসুফ, মাওলানা আফম আকরাম হোসাইন, মাওলানা মনিরুল ইসলাম চাঁদপুর, মাওলানা হাফেজ আবুল কাশেম রায়পুরী, মাওলানা আল-আমিন, মুফতি আখতারুজ্জামান আশরাফী, মুফতি আবুল হাসান কাসেমী প্রমুখ।
বৈঠকে ইসলামের সমমনা দলসমূহের জোটে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং ইতোমধ্যেই দেশব্যাপী প্রার্থী চূড়ান্তকরণের কার্যক্রম চলছে।