বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ২১:১০

পুলিশের সাথে অসদাচরণকারী ছাত্রদল নেতা আটক, দল থেকে বহিষ্কার

ফরিদগঞ্জ ব্যুরো
পুলিশের সাথে অসদাচরণকারী ছাত্রদল নেতা আটক, দল থেকে বহিষ্কার

ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে পুলিশের সাথে অসদাচরণ ও তর্কে লিপ্ত হওয়া রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবী রিজা (২৫)কে আটকের পর আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। অন্যদিকে ‘আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন’ পুলিশকে এরকম নানা কথা বলা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি তাকে দল থেকে বহিষ্কার করেছে।

জানা গেছে, এসটিভি ও বাংলাদেশ প্রতিদিনের ভিডিও ম্যান/ড্রোন ম্যান সাংবাদিক নুর আলম (২৬) একটি প্রাইভেট কার নিয়ে রায়পুর হতে ফরিদগঞ্জের রুস্তমপুর এলাকার উদ্দেশ্যে রওনা দিয়ে মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) সন্ধ্যার পর চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের গৃদকালিন্দিয়া এলাকার জোড়কবর নামক স্থানে আসলে একটি কাভার্ড ভ্যান হঠাৎ ব্রেক করে। এ সময় গতি কমিয়ে ডান পাশ দিয়ে চলে আসার সময় প্রাইভেট কারের ড্রাইভার লুকিং গ্লাসে দেখতে পান যে, তার পিছনে থাকা একটি মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত হয়েছে। পরে প্রাইভেট কারটি গৃদকালিন্দিয়া বাজারে আসার পর হঠাৎ করে ওই মোটরসাইকেলের আরোহী গৃদকালিন্দিয়া বাজারে এসে প্রাইভেট কারটির গতিরোধ করে। গৃদকালিন্দিয়া বাজারের স্কয়ার হাসপাতালের সামনে সড়কের ওপর প্রাইভেট কারের ড্রাইভার ও তার বন্ধুদেরকে নামিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধর করে। মোটরসাইকেল আরোহী আনিসুর রহমান ওই সময় রূপসা দক্ষিণ ইউনিয়নের ছাত্রদলের সভাপতি শাওন কাবী রিজাকে ফোন দিলে সে ৪/৫ জন লোক নিয়ে এসে প্রাইভেট কারের ড্রাইভার ও তার বন্ধুদেরকে এলোপাতাড়ি মারধর করে।

এই ঘটনায় এসটিভি ও বাংলাদেশ প্রতিদিনের ভিডিও ম্যান/ড্রোন ম্যান সাংবাদিক নুর আলম বাদী হয়ে শাওন কাবী রিজা(২৪)সহ ৫/৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রাথমিক তদন্তের জন্যে মঙ্গলবার (১১মার্চ ২০২৫) রাত ১২টার দিকে এসআই খোকন চন্দ্র দাশ ঘটনার তদন্ত করতে যান। তিনি গৃদকালিন্দিয়া বাজারের একটি চায়ের দোকানে অভিযুক্ত রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবী রিজার সাথে কথা বলার এক পর্যায়ে তাকে পুলিশের সাথে থানায় যেতে বললে সে পুলিশের সাথে অসদাচরণ করে। এক পর্যায়ে সে ‘আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন। না হলে, আমি যাবো না।’ সহ নানা অসংলগ্ন কথা বলে। যা উপস্থিত কিছু মুঠো ফোনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

এসআই খোকন জানান, ওই ছাত্রদল নেতা তার সাথে খারাপ আচরণ করে এবং মুঠোফোন কেড়ে নেয়ার চেষ্টা করে। পরে রাতেই তাকে আটক করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, ওই এলাকার একটি দোকানের সামনে থেকে ছাত্রদল নেতা শাওন কাবী রিজা (২৫)কে আটক করতে গেলে তিনি বাধা দেন এবং পুলিশের হাতে থাকা মুঠোফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন। পরবর্তীতে সড়কে যানবাহনের গতিরোধ করে চালককে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের কাজে বাধা দেয়ায় তার বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়েরের পর বুধবার (১২ মার্চ ২০২৫) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে ছাত্রদলের পরিচয় দিয়ে পুলিশের সাথে অসদাচরণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি তাকে দল থেকে বহিষ্কার করেছে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্ত অনুযায়ী রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবী রিজাকে দল থেকে বহিষ্কার করা হয় বলে জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়