রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ১৮:১৯

“ফেসবুকে গুজব, রাজপথে শোডাউন: চাটখিলে যুবলীগ নেতা গ্রেপ্তার”

মো. জাকির হোসেন
“ফেসবুকে গুজব, রাজপথে শোডাউন: চাটখিলে যুবলীগ নেতা গ্রেপ্তার”
ছবি : সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ার পর শোডাউন করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের ইব্রাহিম খলিল ওরফে রাসেল (৪২) এবং গোলাম কিবরিয়া ওরফে লিটন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ে। এরপর মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে যুবলীগের একদল নেতাকর্মী শোডাউন করেন, যা এলাকায় উত্তেজনার সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় ইব্রাহিম খলিল ও গোলাম কিবরিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আওয়ামী লীগের ২৫-৩০ জন নেতাকর্মীর শোডাউনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, আটককৃত ইব্রাহিম খলিল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং গোলাম কিবরিয়া স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়