রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৬:২১

কুমিল্লা বিভাগীয় টিমের নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো কমিটি করা যাবে না : অ্যাড. সলিম উল্যাহ সেলিম

কুমিল্লা বিভাগীয় টিমের নির্দেশনা না দেওয়া পর্যন্ত  কোনো কমিটি করা যাবে না : অ্যাড. সলিম উল্যাহ সেলিম
অনলাইন ডেস্ক

কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের পক্ষ থেকে কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত চাঁদপুর জেলায় কোনো কমিটি না করার জন্যে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যাহ সেলিম।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) সারাদেশে ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, উপজেলা, জেলা ও মহানগর কমিটি পুনর্গঠনের জন্যে ১০ টি বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করেছে এবং কিছু কঠোর সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা বিভাগীয় টিমের প্রধান, সাবেক এমপি, মন্ত্রী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ অত্র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের ব্যানারে গত ৫ ডিসেম্বর কুমিল্লা বিভাগের ৪ টি জেলা ও কুমিল্লা মহানগর কমিটির সুপার ৫ নিয়ে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সভা করেন। উক্ত সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, খুব দ্রুত ৫ টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে জরুরি সভা করে কী পদ্ধতিতে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, উপজেলা, জেলা ও মহানগর কমিটি পুনর্গঠন করা হবে তা তারেক রহমানের নির্দেশনাক্রমে শুরু হবে। আমরা জানতে পেরেছি, চাঁদপুর জেলার অন্তর্গত কিছু উপজেলা ও পৌর কমিটি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছে, যা বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত পরিপন্থী। এমতাবস্থায় জেলা বিএনপির পক্ষ থেকে আমরা প্রতিটি উপজেলা ও পৌর কমিটিকে বিশেষভাবে অনুরোধ করছি যে কোনো ইউনিটে কমিটি গঠনের কার্যক্রম থেকে আপাতত বিরত থাকার জন্যে। কোনো ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করার নির্দেশনা আসলে সংশ্লিষ্ট সকলকে যথা শীঘ্রই জানানো হবে এবং ওয়ার্ড, ইউনিয়ন কমিটি গঠনের সময় সরেজমিনে জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ইতোমধ্যে প্রতিটি পৌর ও উপজেলার জন্যে চাঁদপুর জেলা কমিটি ৮টি সাংগঠনিক টিম গঠন করেছে। যার কার্যক্রম শুরুর আগেই আপনাদের জানানো হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়