শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১৮:৫৯

আমাদের মূল উদ্দেশ্য জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া --লায়ন মো. হারুনুর রশিদ

ফরিদগঞ্জ ব্যুরো
আমাদের মূল উদ্দেশ্য জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া --লায়ন মো. হারুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ পাটওয়ারী বলেছেন, ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমেই সিপাহী জনতা এদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করেছিল। সেদিন পুরো জাতি এক হয়ে জিয়াউর রহমানকে মুক্ত করে এদেশের ভবিষ্যতের কাণ্ডারী হিসেবে নেতৃত্বে এনেছিলেন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির একজন কর্মী হিসেবে তাই নিজে গর্ববোধ করি। আমাদের মনে রাখতে হবে, শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব এবং তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের উজ্জ্বল নেতৃত্বের কারণেই আমরা স্বৈরাচারকে হটিয়ে ৫ আগস্ট নতুন স্বাধীনতা পেয়েছি। কিন্তু এই স্বাধীনতা পেয়েই যদি মনে করেন, ক্ষমতায় চলে গিয়েছেন, তাহলে বোকার স্বর্গে রয়েছেন। আমরা এখনো বিরোধী দলেই রয়েছি, তবে এখন কথা বলার স্বাধীনতা পেয়েছি। আমাদের মূল উদ্দেশ্য জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। জনগণকে সাথে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গত দেড় যুগ ধরে মানুষের ভোট না দেয়ার বেদনাকে দূর করতে হবে। তাই আমাদের কে কী পেলো, কী পেলাম না এসব ভুলে যেতে হবে। একই সাথে কে কী বলেছে এসব দিকে না তাকিয়ে দলের জন্যে কাজ করে যেতে হবে। আমি একজন কর্মী হিসেবে আপানাদের পাশে রয়েছি এবং চিরকাল থাকবো।  

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা  ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যাগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সভাপতিত্বে ও যুবদল নেতা ফজলুর রহমানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবকে যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাবুল, বিল্লাল হোসেন কোম্পানী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলী আজগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী, পৌর যুবদলের এম এম টুটুল  পাটওয়ারী, মোহাম্মদ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সবুর পাটওয়ারী, পৌর মহিলা দলের নেত্রী পারুল বেগমসহ ইউনিয়ন ও পৌর বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ।

এ সময়  উপজেলা বিএনপির সাবেক  যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম পাটওয়ারী, পৌর যুবদল নেতা শাওন পাঠান, কৃষ্ণকমল, ছাত্রদল নেতা মনির হোসেন, রাশেদ বেপারীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়