বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ২১:০৩

খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য প্রদান সাচারে বিএনপির প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি
খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য প্রদান    সাচারে বিএনপির প্রতিবাদ সভা
ক্যাপশন : কচুয়ার সাচারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য প্রদানের ঘটনায় ইউনিয়ন বিএনপি আয়োজিত প্রতিবাদ সভার একাংশ।

খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য প্রদান

সাচারে বিএনপির প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য প্রদানের ঘটনায় কচুয়ার সাচারে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সাচার ইউনিয়ন বিএনপির আয়োজনে সাচার উত্তর বাজার থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে দক্ষিণ বাজারে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান ভূইয়া, বিএনপি নেতা মামুন দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আঃ হাকিম মুন্সি, চাঁদপুর জেলা যুবদলের সদস্য সেলিম মাসুদ প্রধান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আঃ রশিদ গাজী, সাচার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আঃ রাজ্জাক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের চৌধুরী প্রমুখ।

বক্তাগণ বলেন, ২৫ অক্টোবর শুক্রবার উপজেলার সাচার ইউনিয়নের রাগদৈল গ্রামের বিএনপি নামধারী আঃ লতিফ বজুরীখোলা গ্রামে একটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য প্রদান করেন এবং কচুয়া আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও যদি কচুয়া আসনে নমিনেশন প্রদান করা হয়, তারা ড. আ.ন.ম. এহসানুল হক মিলনের কাছে পরাজিত হবে বলে বক্তব্য দেন। এ ঘটনায় সমগ্র কচুয়ার বিএনপি নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। প্রতিবাদকারীগণ অচিরেই আঃ লতিফকে গ্রেফতার ও তার সাথে সহমত পোষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়