প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
স্পেন বিএনপির প্রতিবাদ সভা
৭ জানুয়ারির নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে স্পেনে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি স্পেন শাখা। রোববার (০৭.০১.২৪) রাতে রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে স্পেন বিএনপি'র সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিলের পরিচালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, সিনিয়র সহ-সভাপতি হেমায়েত খান , সহ-সভাপতি সোহেল আহমদ সামছু , আব্দুল আওয়াল খান, জাহাঙ্গীর আলম ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি, শহিদুল ইসলাম, জাহিদ হাসান, স্পেন যুবদলের সভাপতি কাজী জসিম, স্পেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শিপার আহমদ, সাধারণ সম্পাদক আসাদ আলী, আব্দুল মজিদ সুজন, মানিক বেপারী, মাঈনুদ্দিন আল ক্বাদেরী সহ অন্য নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এস এম আহমেদ মনির, মাকসুদ উল্লাহ খোকন, সুমন হাওলাদার, হারুন আহমদ, মুহিব উল্লাহ, আসগর হোসেন, শামিম খান বিপ্লব, জহির আহমেদ, মোর্শেদ আলম প্রমুখ।
বক্তারা বলেন, আপনারা দেখেছেন ৭ জানুয়ারি দেশপ্রেমিক জনগণ ভোটকেন্দ্রে যায় নি। ডামি মার্কা নির্বাচনে জনগণের কোনো সমর্থন ছিলো না। সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একতরফা নির্বাচনের উৎসব করছে। দেশের মানুষের অধিকারকে খর্ব করছে আওয়ামী লীগ। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। কাউকে বিশ্বাস করতেও দেয় না। সারা দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে। এ নির্বাচন মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমরাও স্পেন বিএনপি'র পক্ষ থেকে প্রত্যাখ্যান করলাম। শেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।