শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৫:১৪

বাংলাদেশ কৃষকলীগ, চাঁদপুর জেলা শাখা পরিচিতি ও সম্মেম্মলন প্রস্তুতি সভা

চাঁদপুরে নতুনভাবে কৃষক লীগ উজ্জীবিত হয়েছে : সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে নতুনভাবে কৃষক লীগ উজ্জীবিত হয়েছে :  সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, দলেরত্যাগী সাবেক ছাত্রনেতাদের নেতৃত্বে কৃষকলীগ চাঁদপুর জেলার নতুন কমিটি হয়েছে। এতে নতুনভাবে কৃষকলীগ উজ্জীবিত হয়েছে। আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।বঙ্গবন্ধুর হাতে গড়া এই কৃষকলীগ।যারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে সবুজের বিপ্লব ঘটিয়েছে। প্রখর দৃষ্টি রাখতে হবে যাতে চাঁদপুরে এই সংগঠন ভালোভাবে চলে।

শনিবার (৩০ মার্চ) বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ কৃষকলীগ, চাঁদপুর জেলা শাখার পরিচিতি ও সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদপুর জেলা কৃষকলীগের আহবায়ক

আজিজ খান বাদলের সভাপ্রধানে ও সদস্য সচিব আব্দুল হান্নান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগ কৃষক লীগের সদস্য সচিব হিজবুল বাহার রানা।

জেলা কৃষকলীগ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ মুজিবুর রহমান মিয়াজী, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সামিউল বাসীর।

জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, এডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, তিথি এডভোকেট রঞ্জিত রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নুর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট হেলাল হোসাইন, জেলা ছাত্রলীগের সভাপতি জহির মিযাজীসহ আরো অনেক নেতৃবৃন্দ।

৮২ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলার কৃষকলীগের কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক এমএ সাত্তার সিদ্দিকী,বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল মিয়া,মিজানুর রহমান,কচুয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক প্রাণ ধন দেব, মতলব উত্তর সভাপতি আবু সালেহ মোঃ খুরশীদ আলম, সাধারন সমাপাদক জিএম ফারুক।

জেলা কৃষক লীগ আহবায়ক কমিটির সদস্য খায়রুল ইসলাম নয়ন,ফরহাদ হোসেন,মুখলেছ মল্লিকসহ কমিটির অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মন্ত্রীকে ও বিশেষ অতিথি কেন্দ্রীয় নেতা কৃষক লীগ চাঁদপুর জেলা কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ ।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনিএমপি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা নেতৃত্বে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হয়েছে। আজকে দেশে যজ্ঞ চলছে। দারিদ্র্যের হার অর্ধেকে কমিয়ে আনা হয়েছে। যেটা বিশ্বের কাছে বিস্ময়ের ঘটনা। মানুষের আয়-রোজগার বাড়ছে। কিন্তু রমজানের সময় কিছু অসাধু ব্যবসায়ী সারাদেশে অতিরিক্ত মুনাফার লোভে এই সময়টাতে তাদের নিজ প্রয়োজনে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে সমাজে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বঙ্গবন্ধু কন্যার সরকার সর্বাত্মকভাবে চেষ্টা করছে বাজার নিয়ন্ত্রণে রাখা এবং দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। তারপরও মানুষের পাশে দাঁড়াবার জন্য বন্ধু কন্যা সারাদেশে আওয়ামী পরিবারের প্রতিটি সদস্যদের কে আহ্বান জানিয়েছেন। যার যার সাধ্যমত চেষ্টা করছেন অসহায় দুস্থ পীড়িত মানুষের পাশে দাঁড়াতে। এই সময় মানুষের পাশে দাঁড়ানো ধর্মীয়ভাবে যেমন দায়িত্ব রাজনৈতিকভাবেও আওয়ামী লীগের কর্তব্য। কারন আমরা বঙ্গবন্ধুর আদর্শের মানুষ আমরা শেখ হাসিনার কর্মী। মানুষের পাশে প্রয়োজনে দাঁড়াবো এটাি কর্তব্য।

মন্ত্রী বলেন আর যারা কখনোই মানুষের পাশে দাঁড়ায় না কিন্তু দেশের বাধা দিতে এগিয়ে আসে। সেই চিহ্নিত অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে। খেয়াল রাখতে হবে আশেপাশে তাকালে বিএনপির জামাতকে কিন্তু খুঁজে পাবেন না। তারা কোথায় গেছে? বাতাসে মিশে যায়নি। তারা গাপটি মেরে আছে। সুযোগের অপেক্ষায় আছে কখন ছোবল মারবে। আর কেউ কেউ আছে ভোল পাল্টে তারা ঢুকে যাচ্ছে আমাদের মধ্যে। কোনক্রমে এই অপশক্তি বা তাদের দোসর জামাত যুদ্ধ পরাধী স্বাধীনতা বিরোধী এবং তাদের পরিবারের কেউ ঢুকতে না পারে। সেই দিকে দৃষ্টি রাখতে হবে।

তিনি কৃষকলীগ নতুন কমিটির নেতৃবৃন্দ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনে শক্তিশালী করার উপর জোর দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়