রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৫

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মৈশাদীতে বিএনপির লিফলেট বিতরণ

হিন্দুস্থান আওয়ামী ওয়ামী লীগের দালাল : অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম

অনলাইন ডেস্ক
হিন্দুস্থান আওয়ামী ওয়ামী লীগের দালাল : অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম

চাঁদপুর সদর উপজেলা মৈশাদী ইউনিয়ন বিএনপির আয়োজনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। সোমবার ১৯ ফেব্রুয়ারি বিকালেবেলা সাড়ে মৈশাদী তালতলা বাজার থেকে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের নেতৃত্বে বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মী বিভিন্ন স্থানে ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানী সঙ্কটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করে।

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং অন্যান্য উপজেলাতেও ইউনিয়নে ইউনিয়নে একই দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন জেলা উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

মৈশাদীতে লিফলেট বিতরণকালে স্থানীয় রেলস্টেশনে সংক্ষিপ্ত পথসভা করে তারা।

কৃষক দল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা সভাপতি এনায়েত উল্লাহ খোকনের পরিচালনায় এবং মৈশাদী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান স্বপনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম বলেন,ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে সাপোর্ট দেয়। আজকে স্লোগান উঠেছে ভারত খেদাও দেশ বাঁচাও। আমরা মনে করি আওয়ামী লীগ হিন্দুস্তানের দালাল আর হিন্দুস্তান আওয়ামী লীগের দালাল। এই কারণে বাংলাদেশের আশি ভাগ লোক আওয়ামী লীগকে ঘৃণা এবং প্রত্যাখ্যান করে। বিএনপি শহীদ জিয়ার দল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। বিএনপি কোন দেশকে প্রভু মনে করে না,বন্ধু মনে করে। ভারত যতদিন আওয়ামী লীগের সাথে থাকবে বাংলার জনগণ ভারতকে বন্ধু মনে করবে না।

তিনি আরো বলেন,যতক্ষণ না শেখ হাসিনার পতন না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে শেখ হাসিনার অবৈধ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব এবং এই আন্দোলনেই শেখ হাসিনা পতন হবে।

এ সময়ে উপস্থিত ছিলেন

সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নজু,জেলা যুবদলের দপ্তর সম্পাদক ইউসুফ মিয়াজী,পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মামুন খান,

সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ,দপ্তর সম্পাদক মোঃ নাঈম কাজী,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ মিরাজ প্রধানিয়া।স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক খাইরুল বাশার, ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুল মৃর্ধা কালু, সাধারণ সম্পাদক মাহবুব খান বাবু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুবেল বেপারী,সাধারণ সম্পাদক ফয়সাল খান,

কৃষকদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহার করে মুক্তি, নির্বাচন বাতিল এবং একদফার আন্দোলন বেগবান করার লক্ষ্যে ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে জেলা, পৌর ও উপজেলা পর্যায় এই কর্মসূচি পালন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়