মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ২০:০৭

চাঁদপুরে বিএনপিকে কালো পতাকা মিছিল করতে দেয়নি পুলিশ

পুলিশের অতি উৎসাহী সদস্যদের ও ভারতের কারণে দেশের গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে : অ্যাডঃ সেলিম উল্লাহ সেলিম

পুলিশের অতি উৎসাহী সদস্যদের ও ভারতের কারণে দেশের গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে : অ্যাডঃ সেলিম উল্লাহ সেলিম
অনলাইন ডেস্ক

পুলিশি বাধার কারণে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় রাজু চত্বর সামনের সড়কে বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড হয়ে গেছে। এখান থেকে মঙ্গলবার বিকাল ৪টায় চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির যৌথ আয়োজনে

এই মিছিল হওয়ার কথা ছিল। এসময় বিএনপির নেতাকর্মীরা জড়ো হতেই পুলিশ ফোর্স সেখানে অবস্থান নেয়। পরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মি এ পরিস্থিতিতে সাংবাদিকদের সাথে কথা বলে চলে যান।

এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি আমরা চাঁদপুর জেলা সদরে শান্তিপূর্ণভাবে

পালন করতে ছিলাম। প্রোগ্রাম শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে কালো পতাকা মিছিল যখন শুরু হবে তখনই পুলিশ বাধা দেয়।

তিনি বলেন, পুলিশের অতি উৎসাহী সদস্যদের এবং ভারতের কারণে আজকে বাংলাদেশের গণতন্ত্র ধবংসের পথে।

আমাদের রাজনৈতিক কর্মসূচি পালনেও পুলিশ বাধা দিচ্ছে। জেলা বিএনপির পক্ষ থেকে আমরা এ ঘপনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি জানান, রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশী বাধার দিয়েছে ।এই কর্মসূচি পালন করা আমাদের রাজনৈতিক অধিকার।আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চেয়েছিলাম।

উল্লেখ্য,দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনে ৩০ জানুয়ারি সারা দেশে ‘কালো পতাকা’ মিছিল করার কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি।

‘অবৈধ ডামি সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে’ বিএনপি এই কর্মসূচি দিয়েছে।

সেসুবাদে চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপি যৌথভাবে শহরে কালো পতাকা মিছিলের আয়োজন করে।এই কর্মসূচি পালনের জন্য দলীয় নেতাকর্মীরা শহরের চিত্রলেখা মোড় হাজী মহসিন সড়কে জড়ো হচ্ছিল। এই কর্মসূচিকে ঘিরে সেখানে আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়