শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ২১:০৯

নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে : মো. গোলাম হোসেন

মোহাম্মদ মহিউদ্দিন
নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে : মো. গোলাম হোসেন

বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নকর্মকাণ্ড প্রান্তিক জনগনের কাছে পৌছে দেওয়া ও বিএনপি জামায়াতের রাষ্ট্র বিরোধী ধ্বংসাত্মক কার্যকলাপ সম্পর্কে জনগনকে সচেতন করার লক্ষ্যে কচুয়ায় শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হযেছে। রবিবার বিকেলে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মালচোঁয়া সরকারি বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মো. গোলাম হোসেন। এসময় তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের জন্য বাংলাদেশ এখন জাপানের কাছাকাছি। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত, অবকাঠামোসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে সবাইকে প্রস্তুত হতে হবে। এই উপজেলা হবে স্মার্ট কচুয়া। বিএনপি জামায়েত দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের কোন ষড়যন্ত্র নির্বাচনকে বাধাগ্রস্থ করতে পারবেনা। নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন সভাপতিত্বে ও সহসভাপতি মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আ. জাব্বার বাহার, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আলমগীর, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবুল বাশার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফ চৌধুরী রুবেল, জাহিদুল হাসান রাশেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. আজাদ, যুগ্ম আহবায়ক রুবেল, আক্তার, সাদ্দাম ও স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ওমর ফারুক, ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ ও মাসুদুর রহমান প্রমুখ।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন, লিটন মুন্সি, জহিরুল আলম টগর, সফিকুর রহমান মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান শাহরিয়ার শাহীন, চৌধুরী নূরে আলম, সহসভাপতি ইউনিয়ন শাহজাহান প্রধান, উত্তম কুমার দেবনাথ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মনির হোসেন মেম্বার, কাজী ইউসুফ, দপ্তর সম্পাদক মো. মনির হোসেন, প্রচার সম্পাদক মফিজুর রহমান, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমরান হোসেন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মনির প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. শরিফ আহমেদ, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ওসমান গনী পলাশ, শ্রমিকলীগ নেতা কামরুজ্জামান বাচ্চু, মোশারফ হোসেন ভইয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সখ্যক নেতাকর্মী সমর্থক শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশ গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়