বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ১৯:১২

কচুয়া আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

অনলাইন ডেস্ক
কচুয়া আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়। সোমবার দুপুরে কচুয়া বিশ্বরোডে এ ঘটে।

আহতরা হলেন : পুলিশ কনস্টেবল রাসেল, পৌর ছাত্রলীগ নেতা ফাহিম (মেয়রের ছেলে), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির, শাহাদাত হোসেন সফিক, সজিব মোল্লা, প্রদীপ সরকার, বাইজিত, কাইয়ুম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সূত্রপাতে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের সমর্থিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলমের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করে বর্তমানে এমপি ড. মহীউদ্দিন খান আলমগীরের অনুসারীরা।

এ সময় দুই পক্ষের নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একদল অপরদলকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা আশেপাশের কটি দোকান ভাংচুর করে। পরে হাজীগঞ্জ এবং শাহরাস্তি থেকে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কজন নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী জানান, গাজী ফারুক ও গাজী কামালের নেতৃত্ব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবের অফিস ভাংচুর করেছে। তারা ভাইস চেয়ারম্যানের অফিসে থাকা টিভি, সিসিটিভি, চেয়ার টেভিলসহ আসবাবপত্র ভাংচুর করে। এছাড়া অফিসের সামনে থাকা ছাত্রলীগ কর্মীদের অন্তত ১০টি মোটর সাইকেল ভাংচুর করে ৷

এছাড়াও হামলাকারীরা ট্রমা হাসপাতালের সাটার ভাংচুর করে এবং হাসপাতালের জিএম সিফাত হোসেনের উপর হামলা চালায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মহিউদ্দিন জানান, অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে সংঘর্ষস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ সাপেক্ষ্যে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়