প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
এইদিনে
২০০৫ সালের এইদিনে হাইমচরে বিকল্প লঞ্চঘাট চালুর দাবিতে ১০ সহস্রাধিক জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২০০৭ সালের এইদিনে চাঁদপুর সরকারি কলেজের শেরে বাংলা ছাত্রাবাস সংলগ্ন অবৈধ স্থাপনা যৌথ বাহিনীর সহায়তায় উচ্ছেদ করা হয়।
২০০৮ সালের এইদিনে ফরিদগঞ্জে আড়াই মাসের ব্যবধানে একই পুকুরে পড়ে দু'সহোদরের মৃত্যু হয়।
২০১১ সালের এইদিনে কচুয়ার দেবীপুর গ্রামে বাঁশের আঘাতে আব্দুর রব (৭৫) নামে এক বৃদ্ধ মারা যান।
২০১২ সালের এইদিনে অগ্নিদগ্ধ হওয়ার ৮ দিন পর চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নাজনীন রহমান মারা যান। একইদিনে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলনের প্রস্তুতি সভা সম্পন্ন হয়।
২০১৫ সালের এই দিনে চাঁদপুর শহরের গুয়াখোলা রোডে মরহুম জামাল গাজীর বাসার তৃতীয় তলায় মরিয়ম আক্তার (১৪) নামের এক গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়।
২০১৬ সালের এইদিনে কয়েকটি কেন্দ্র দখল ও বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শাহরাস্তি পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়।
২০১৭ সালের এই দিনে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বইমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।
২০১৯ সালের এইদিনে ফরিদগঞ্জের ইসলামপুর গ্রামে গৃহকর্তা শহিদউল্যাহ ফরাজীর হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয় ডাকাত দল।
২০২১ সালের এইদিনে কচুয়া-গৌরিপুর সড়কের বাচাঁইয়া এলাকার একটি ডোবা থেকে লাভলী আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
২০২২ সালের এইদিনে চাঁদপুরে ২৮ জনের করোনা শনাক্ত হয়।
২০২৩ সালের এইদিনে চাঁদপুর সরকারি কলেজ গেইট এলাকায় অগ্নিকাণ্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।