প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
আমাদের দেশের সড়কসমূহে স্বাধীনতোত্তর বাস-ট্রাক ছাড়া বেবীট্যাক্সি বা অটোরিকশাকে ছোট যানবাহন হিসেবে দেখা যেতো। এছাড়া সড়কে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাসের চলাচল রাজধানী ও ২-১ টি বড়ো শহর ছাড়া অন্যত্র দেখা যেতো না বললেই চলে। আশির দশকে এরশাদ সরকার দেশের সড়ক নেটওয়ার্কে অভূতপূর্ব উন্নয়ন সাধন করলে শুরু হয় ছোট ছোট বহু ধরনের যানবাহনের চলাচল। এরশাদ সরকারের পরবর্তী সরকার সমূহের আমলে জমি চাষাবাদের ট্রাক্টরও যানবাহন হিসেবে চলে আসে সড়কে এবং সড়ক-দুর্ঘটনায় যন্ত্র দানব নামের ট্রাকের বদনামকেও ছাড়িয়ে যায়। এমতাবস্থায় লাগাম টেনে ধরলে ট্রাক্টরজনিত দুর্ঘটনা কমে আসে। তবে সড়কে প্রাকৃতিক গ্যাসচালিত পরিবর্তিত রূপের বেবীট্যাক্সি তথা সিএনজি অটোরিকশা এতোটা দখলদারিত্ব কায়েম করে যে, দুর্ঘটনার কলঙ্কে বিপজ্জনক যানবাহনের অভিধা পেয়ে যায়। একই সাথে ক্রমবর্ধমান মোটরসাইকেলের রাজত্বে এবং ব্যাটারীচালিত অটোবাইক বা ইজিবাইকের বাহুল্যে সড়ক ভারাক্রান্ত হয়ে দুর্ঘটনার কালিমালিপ্ত হয়। যে কারণে এসব ছোট যানবাহন এখন পেয়েছে প্রাণঘাতী যানবাহনের অভিধা। এ নিয়ে চাঁদপুর কণ্ঠের হাইমচর উপজেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন রণি বৃহস্পতিবার পরিবেশন করেছেন একটি সংবাদ। যার শিরোনাম হয়েছে ‘হাইমচর-চাঁদপুর সড়কে সিএনজি অটোরিকশা যেন প্রাণঘাতক’। এ সংবাদে রণি অটোরিকশার চালকদের বেপরোয়া গাড়ি চালানোর এমন কিছু ঘটনা তুলে ধরেছেন, যাতে পাঠকমাত্রকেই উদ্বেগ অনুভব করতে হয়।
আমাদের দেশে সড়ক নেটওয়ার্ক বেড়েছে বলে সর্বত্র যন্ত্রচালিত যানবাহনও বেড়েছে। এই খাতে সরকারের রাজস্ব আয়ও বেড়েছে। কিন্তু যানবাহনগুলোর শৃঙ্খলাপূর্ণ চলাচল বা এগুলোর সামগ্রিক নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগে জনবল নিয়োগ কাঙ্ক্ষিতরূপে বাড়েনি। আর বিদ্যমান জনবলের সততাণ্ডস্বচ্ছতায় আসেনি গ্রহণযোগ্য রূপ। বাড়তি রোজগারের ধান্ধা এ বিভাগটিকে সুনামের ন্যূনতমটুকুও উপহার দিতে পারেনি। মন্দদের দাপটে এই বিভাগের ভালোরা কোণঠাসা। সেজন্যে ট্রাফিক বিভাগে পর্যাপ্ত জনবল নিয়োগ, আধুনিকায়ন ও স্বচ্ছতাণ্ডজবাবদিহিতা বৃদ্ধিতে মনোযোগ দিতে সরকারকে আন্তরিক হতেই হবে। এতেই ছোট-বড়ো সকল ধরনের যানবাহনের চলাচলে শৃঙ্খলার বিষয়টি অনেকটাই নিশ্চিত হবে। সড়কে লেন, ওভারপাস, বাইপাস, টানেলসহ যতো বড়ো বিনিয়োগই করা হোক না কেনো, চালক-যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে শৃঙ্খলার মধ্যে আনতে না পারলে ছোট-বড়ো কোনো যানবাহনের দুর্ঘটনাজনিত বিপত্তি সহ কোনো বিপত্তিই গোছানো সম্ভব হবে বলে আমরা মনে করি না।