রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০০:০০

ভালো সিদ্ধান্ত হয় বটে, কার্যকর হয় কতোটুকু?
অনলাইন ডেস্ক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর জেলা পরিবহন মালিক এবং শ্রমিক ইউনিয়নের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করেছে চাঁদপুর জেলা পুলিশ। গত ১৯ জুন সকালে চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পরিবহন মালিক সমিতি, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন, জেলা সিএনজি-অটোরিকশা মালিক সমিতি, জেলা সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, ট্রাক-লরি মালিক সমিতি, লঞ্চ মালিক প্রতিনিধি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল), সকল থানার ওসি, জেলা গোয়েন্দা শাখার ওসি ও জেলা ট্রাফিক ইন্সপেক্টর অংশ নেন। সকলে তাদের মতামত উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন পুলিশ মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। তিনি তাঁর বক্তব্যে বলেন, লঞ্চঘাটে কোনো মালামালের জন্যে অতিরিক্ত টাকা নিলে নৌ পুলিশ তদারকি করে ব্যবস্থা নিবে। আর যে ব্যক্তি বা প্রতিষ্ঠান লঞ্চঘাটের ইজারা নিবেন তাদের নাম ঘাটে সাঁটিয়ে দিতে হবে ও কুলিদের নির্দিষ্ট কালারের ড্রেস পরিধান করতে হবে। লঞ্চঘাটে সিএনজি অটোরিকশা বা অটোবাইক চালকরা যাতে যাত্রীদের ব্যাগ নিয়ে টানা হেঁচড়া না করে সেটি নৌ থানা পুলিশ তদারকি করবে। প্রয়োজনে চালক ও গাড়ি আটক করে টিআইর সাথে সমন্বয় করে ব্যবস্থাগ্রহণ করতে হবে। শহরের যানজট নিরসনে ঈদের আগে ও পরে কোনো ধরনের ভ্যানগাড়ি রাস্তার পাশে রাখা যাবে না। বাসস্ট্যান্ড এলাকায় কোনো গাড়ি রাখা যাবে না। বড় গাড়িগুলো ইলিশ চত্বর হয়ে ঘুরিয়ে আনা যায় কিনা টিআই সেটি নজরদারি করবেন। তিনি বলেন, রাস্তার ওপর কোনোভাবেই গরু-ছাগলের হাট বসানো যাবে না। কোথাও রাস্তার উপর হাট বসানো হলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। ঈদের আগে ও পরে মানুষ যেন নিরাপদে বাড়ি আসতে এবং যেতে পারে, সেজন্যে পুলিশ কাজ করবে। কোথাও কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করবেন। প্রয়োজনে আমাকে ফোন করবেন।

পুলিশ সুপার বলেন, যানজট নিরসনে জেলা শহরের উল্লেখযোগ্য মোড়ের ৫০ গজের মধ্যে কোনো সিএনজি অটোরিকশা থাকতে পারবে না। কোরবানির পশুর কোন্ হাটে কোন্ পশুর গাড়ি যাবে তা গাড়ির সামনে লেখা থাকবে। গাড়ি থামিয়ে কোথাও কেউ যদি চাঁদাবাজি করতে আসে, সাথে সাথে পুলিশকে জানাবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবো। যত্রতত্র যাত্রী উঠানো যাবে না। অজ্ঞান ও মলম পার্টি সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে সেজন্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

১৯ জুন সভাটি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ জুন। গত ক’দিনে সভার সিদ্ধান্তসমূহ কতোটুকু কার্যকর হয়েছে সেটা বোঝার জন্যে পুরো জেলায় চোখ বুলানোর সময় অনেকের নেই। শুধু চাঁদপুর শহরে চোখ রেখেছেন যারা, তারা অকপটে বলতে বাধ্য হবেন, গত ক’দিনে সভাটির সিদ্ধান্তসমূহের প্রভাব উল্লেখযোগ্যভাবে দেখা যায়নি। চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে সিএনজি অটোরিকশা ও বিভিন্ন পণ্যবাহী ভ্যান গাড়ির যত্রতত্র দাঁড়িয়ে থাকার যে অবাধ দৌরাত্ম্য এবং ট্রাফিক পুলিশের যে নির্লিপ্ততা কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণের যে ব্যর্থতা, সেটা তেমন নিরসন হয় না বললেই চলে। লোক দেখানো কিছু হাঁকডাক দেখা গেলেও সেটা হয় একেবারে সাময়িক, তারপর যা ছিলো পূর্বে, সেটাই হয়ে যায়। যানবাহনের অনিয়ন্ত্রিত বিশৃঙ্খলায় অসহনীয় দুর্ভোগক্লিষ্ট যে পরিস্থিতি চাঁদপুর কোর্ট স্টেশন সংলগ্ন শপথ চত্বর নামক পাঁচ রাস্তার মোড় ও তিন রাস্তার কালীবাড়ি মোড়ে প্রতিনিয়ত দেখা যায়, তাতে ছোট-বড় সব ধরনের সভার সিদ্ধান্তসমূহের পদদলনই অনুধাবন করা যায়, তৃপ্তির নিঃশ্বাস বেশিক্ষণ ছাড়ার মতো কিংবা সন্তোষ প্রকাশের মতো তেমন কিছু সংঘটিত হতে দেখা যায় না। কারণটা আসলে কী?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়