প্রকাশ : ০৯ মে ২০২৩, ০০:০০

‘অসহায় দিনমজুর পরিবারকে ঘর দিলো পূর্ব বাখরপুর সূর্যতরুণ ক্লাব’। এটি চাঁদপুর কণ্ঠের পাক্ষিক বিভাগীয় পাতা ‘ক্রীড়াকণ্ঠে’ গত বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম। এই প্রতিবেদনে চৌধুরী ইয়াসিন ইকরাম লিখেছেন, চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নে পূর্ব বাখরপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এক অসহায় দিনমজুর পরিবারকে ঘর উপহার দিলো ক্লাবের কর্মকর্তারা। চান্দ্রা ইউনিয়নে মানবতার কল্যাণে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এ ক্লাবটি শুরু থেকেই তাদের কার্যক্রম চালিয়ে আসছে। ক্লাবের পক্ষ থেকে ওই এলাকার এক অসহায় দিনমজুর পরিবারকে বসত ঘরটি উপহার দেয়া হয় এবং প্রবাসী সদস্যদের দেশে আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়। পয়লা মে সোমবার বিকেলে এই মহতী আয়োজনটি সম্পন্ন করা হয়।
সত্যি কথা বলতে কি, আমাদের সমাজে যে কোনো ক্রীড়া সংগঠন সম্পর্কে খুব বেশি ভালো ধারণা প্রচলিত নেই। অধিকাংশের ধারণা, ক্রীড়া সংগঠন বা স্পোর্টস্ ক্লাবগুলো ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি ইত্যাদি আউটডোর গেম যতোটা না আয়োজন করে, তারচে’ বেশি ব্যস্ত থাকে ইনডোর নানা গেম নিয়ে। এই ইনডোর গেমের মধ্যে ক্যারাম, লুডু, দাবা, তাস ইত্যাদি প্রাধান্য পায়। কোনো কোনো ক্লাবে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইনডোর গেমের নামে কিছু প্রভাবশালী/ বেপরোয়া সদস্য জুয়া, মদপানে গভীর রাত পর্যন্ত মত্ত থাকে। এক্ষেত্রে তারা বাধা প্রদান করতে পারে এমন কর্তৃপক্ষকে ম্যানেজ করেই চলে। এতে এমন ক্লাবগুলো সংশ্লিষ্ট এলাকার ক্রীড়া উন্নয়নের পরিবর্তে কারো কারো মাঝে বিপথগামিতাকে মারাত্মকভাবে সঞ্চারিত করে। স্থানীয়ভাবে ক্রীড়া প্রতিভা অন্বেষণ, ক্রীড়া প্রতিভা লালন, ক্রীড়া বিষয়ক ছোট-বড় প্রশিক্ষণ ইত্যাদি কর্মসূচি কতোটি ক্রীড়া সংগঠন বা স্পোর্টস্ ক্লাব করে থাকে তার দৃশ্যমান ও গ্রহণযোগ্য পরিসংখ্যান কিছু ক্লাব দিতে পারলেও ৮০-৯০ শতাংশ ক্লাব দিতে পারবে বলে মনে হয় না।
আমাদের চাঁদপুর শহরে আমরা কী দেখি? ব্যবসায়ী কিংবা অন্যান্য পেশাজীবী, রাজনীতিবিদরাই অধিকাংশ স্পোর্টস্ ক্লাবের কর্ণধার হয়ে তাদের কেউ কেউ ব্যক্তিগতভাবে যেখান থেকে সম্ভাব্য সুবিধা লোটার দরকার, সেটাই লুটছেন অর্থাৎ ক্রীড়া উন্নয়নে নয়, আত্মোন্নয়নে ব্যস্ত রয়েছেন। এতে ক্রীড়া ও ক্রীড়াবিদের উন্নয়নে কী আসলো গেলো সেটা দেখার সময় তাদের নেই। কারণ, ক্রীড়ায় প্রত্যাশিত ও প্রয়োজনীয় দক্ষতা না থাকলেও কাউকে খুশি করার ব্যবস্থাপনাগত দক্ষতা ওই ক’জনের ঠিকই আছে। এমন বাস্তবতার বিপরীতে চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে গ্রামীণ পর্যায়ে ‘পূর্ব বাখরপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব’ গঠন করে ক্রীড়ার পাশাপাশি দিনমজুর পরিবারকে ঘর দেয়ার মতো মানবিক কাজকে নিঃসন্দেহে বদান্যতা বলেই মনে হয়। এর পেছনে এই ক্লাবের কোনো কর্মকর্তার কোনো নির্বাচনী বা অন্য কোনো স্বার্থ যদি না থাকে তাহলে এই মানবিক কাজটির জন্যে তারা ধন্যবাদ, প্রশংসা বা বাহবা পাওয়ার যোগ্য। আর নিতান্তই লোকদেখানো ও উদ্দেশ্যমূলক কিছু যদি হয়ে থাকে, তাহলে ভবিষ্যৎ নির্ধারণ করবে, এই ক্লাব কর্মকর্তারা আসলে নিন্দিত/সমালোচিত না নন্দিত হবেন।