শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১৫ জুন ২০২২, ০০:০০

লিগ্যাল এইড নিয়ে জেলা ও দায়রা জজের কর্মতৎপরতা
অনলাইন ডেস্ক

বিনা খরচে আইনী সহায়তা বিষয়ক লিগ্যাল এইড কমিটির সক্রিয়তা নির্ভর করে এই কমিটির জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা তথা চেয়ারম্যান জেলা ও দায়রা জজের ওপর। বিভিন্ন জেলায় তাঁদের মধ্যে কেউ লিগ্যাল এইড কার্যক্রমকে শুধু জেলা ও উপজেলা পর্যায়ে নয়, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত নিয়ে যান। আইনী সহায়তা না পেয়ে বিচারপ্রার্থীদের কষ্ট উপলব্ধি করার বাস্তব অভিজ্ঞতা যাঁর বেশি, যিনি সংবেদনশীলতা লালন করেন তীক্ষèভাবে, তিনি লিগ্যাল এই নিয়ে কাজ করার সুযোগ পেলেই তাতে সক্রিয়তা প্রদর্শন করেন।

চাঁদপুরের বর্তমান জেলা ও দায়রা জজ এস.এম. জিয়াউর রহমান জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে জেলা পর্যায়ে নিয়মিত কার্যক্রম চালু রাখার পাশাপাশি উপজেলা পর্যায়েও এ কার্যক্রমের বিস্তারে উদ্যোগী হয়েছেন বলে গত সোমবার বিকেলে ফরিদগঞ্জে আয়োজিত অনুষ্ঠান থেকে অনুধাবন করা যায়। তিনি ফরিদগঞ্জ উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আইনগত সহায়তা কার্যক্রম বিস্তারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করে যে বক্তব্য দিয়েছেন, তাতে তাঁর আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার যেই স্বপ্ন দেখেছেন, তার মধ্যে একটি হলো মানুষের মৌলিক অধিকার সমূহ নিশ্চিত করা। এর অন্যতম হলো আইনগত সহায়তা। বর্তমান সরকার তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিপীড়িত নির্যাতিত এবং আর্থিকভাবে অক্ষম এমন লোকজনের আইনী অধিকার নিশ্চিত করার জন্যে লিগ্যাল এইড সার্ভিস চালু করেন। প্রথমে জেলা লিগ্যাল এইড কমিটি গঠন করেন। পরে এই কার্যক্রমকে আরো গতিশীল এবং কার্যকর করতে আইন সংশোধন করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। আমরা আজ জেলার বাইরে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা পর্যায়ে এসেছি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রমকে ছড়িয়ে দেয়ার মাধ্যমে সামগ্রিক গতিশীলতা বৃদ্ধির প্রয়োজনে। তিনি বলেন, আমরা একটি মানবিক রাষ্ট্র চাই। যেখানে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে। তিনি বলেন, অনেকেরই ধারণা, লিগ্যাল এইডের মাধ্যমে শুধু মামলা করার প্রক্রিয়া হয়, তা কিন্তু ভুল। এই সার্ভিসের মধ্যেই মামলার পূর্বে নিষ্পত্তিযোগ্য অভিযোগগুলো আলোচনার মাধ্যমে সমাধানের জন্যে জেলা লিগ্যাল এইড অফিসার প্রতিনিয়ত কাজ করে চলছেন। আশা করি মানবিক রাষ্ট্রের আদলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণে আমরা সকলে মিলে লিগ্যাল এইড কার্যক্রমকে সফলতার পথে এগিয়ে নেবো।

আমরা লিগ্যাল এইড নিয়ে জেলা ও দায়রা জজের সুচিন্তাকে স্বাগত জানাই। লিগ্যাল এইড সার্ভিসকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে তাঁর মহতী উদ্যোগ তাঁর জন্যে কষ্টকর হলেও সকল মানুষের আইনী অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে অবশ্যই আশা-সঞ্চারী বার্তা। আমরা এই উদ্যোগের ধারাবাহিকতা রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হবার অনুরোধ জানাচ্ছি। আমরা এই উদ্যোগটি টেকসই হোক-সেটিও হার্দিকভাবে প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়