প্রকাশ : ৩০ মে ২০২২, ০০:০০
অভিধানে ইংরেজি ‘মাইলস্টোন’ শব্দের অর্থ মাইলফলক। আর এটির সংজ্ঞা হচ্ছে একটি পাথর স্তম্ভ, যা এক স্থান থেকে আরেক স্থানের দূরত্ব প্রদর্শন করে। মাইলস্টোন বা মাইলফলকের আরেকটি সংজ্ঞা হচ্ছে সাড়া জাগানো কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ইতিহাস ইত্যাদি। ১৯৭০ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠিত চাঁদপুরের হাতে গোণা সক্রিয় সংগঠনগুলোর অন্যতম চাঁদপুর রোটারী ক্লাব এমন মাইলফলক অতিক্রম করলো গত ২৭ মে ২০২২ শুক্রবার। এদিনে এ ক্লাবটি ২৫০০ (পঁচিশ শ’) তম নিয়মিত সাপ্তাহিক সভা আয়োজন করতে সক্ষম হয়েছে। এ সক্ষমতাকে ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ নানা আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপন করেছে। এর মধ্যে ছিলো গ্রীষ্মকালীন ফল উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, পারিবারিক মিলন মেলা, র্যাফেল ড্র ও নৈশভোজ। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে প্রাণবন্ত এসব আয়োজন। নিঃসন্দেহে চাঁদপুর রোটারী ক্লাবের মাইলফলক অর্জন সংক্রান্ত আয়োজন সমূহ স্মৃতির পাতায় বিশেষ মর্যাদায় ঠাঁই পাবে।
চাঁদপুর রোটারী ক্লাব হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ সেবামূলক সংগঠন রোটারী ইন্টারন্যাশনালের সনদপ্রাপ্ত একটি সংগঠন। এ সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি চাঁদপুরের প্রথিতযশা চিকিৎসক ডাঃ নুরুর রহমান, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি চাঁদপুরের আরেক খ্যাতনামা চিকিৎসক ও কিংবদন্তীতুল্য সমাজসেবক আলহাজ¦ ডাঃ এম. এ. গফুর এবং প্রতিষ্ঠাতা সম্পাদক চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক জালাল ইউ আহমেদ। বর্তমানে এ তিনজনই প্রয়াত। তাঁরা চাঁদপুরের সকল স্তরের বিখ্যাত চিত্তবান-বিত্তবান ব্যক্তিদের এ সংগঠনে অন্তর্ভুক্ত করে চাঁদপুর শহরে দৃশ্যমান বেশ কিছু প্রকল্প সম্পন্ন করেন। তাঁরা সত্তরের দশকে চাঁদপুর শহরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, ট্রাফিক আইল্যান্ড ও কেন্দ্রীয় বাস টার্মিনালের যাত্রী ছাউনি ও টয়লেট নির্মাণে চাঁদপুর পৌরসভার পাশে দাঁড়িয়েছেন সিংহভাগ অর্থ সহায়তা নিয়ে। এছাড়া ঘূর্ণিঝড়, বন্যা ও নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বার বার। আশির দশকে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল, চক্ষু হাসপাতাল, রেড ক্রিসেন্ট হাসপাতাল প্রতিষ্ঠা, চাঁদপুর রোটারী ভবন ও রেড ক্রিসেন্ট ভবন নির্মাণে রেখেছেন মুখ্য ভূমিকা। একই সাথে রোটারিয়ানরা ‘সেবা স্বার্থের ঊর্ধ্বে’ রোটারীর এ মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে পুরাণবাজার কলেজ, পুরাণবাজার মার্চেন্টস্ একাডেমী ও উদয়ন শিশু বিদ্যালয়সহ অন্য ক’টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ায় অসামান্য অবদান রাখেন। নব্বইর দশকের শেষ দিকে চাঁদপুর শহরে কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালু করে সেটিকে সারাদেশে মডেল হিসেবে উপস্থাপনে রোটারিয়ানরা রাখেন যুগান্তকারী ভূমিকা। এছাড়া শহরের অন্যান্য ভালো কাজে রোটারিয়ানদের সম্পৃক্ততা রোটারীর আদর্শে উজ্জীবিত হয়েই।
সমালোচক, ঈর্ষাপরায়ণ ও নিন্দুকেরা রোটারী ক্লাবকে নিতান্তই সভা করা, বসে আড্ডা দেয়া এবং খাওয়া-দাওয়া করার সংগঠন হিসেবে অপপ্রচার করে। কিন্তু রোটারী ক্লাবের প্রতিটি নিয়মিত সাপ্তাহিক সভা আন্তর্জাতিক মানদণ্ডে এমন বিজ্ঞান ভিত্তিকভাবে সম্পন্ন হয় যে, এ সভাগুলোতে ক্লাব সদস্যরা অংশগ্রহণ করলেই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে আবদ্ধ হয়ে সেবামূলক কাজে উদ্দীপ্ত হয়। বস্তুত সে কারণেই চাঁদপুর রোটারী ক্লাব ও রোটারিয়ানরা চাঁদপুর শহরে উল্লেখযোগ্য পরিমাণ টেকসই প্রকল্প বাস্তবায়নে সক্ষম হয়েছে। সে আলোকে চাঁদপুর রোটারী ক্লাবের ২৫০০তম সাপ্তাহিক সভা উদ্যাপনের আনুষ্ঠানিকতায় নানা আয়োজনের তাগিদ ছিলো অনিবার্য। এছাড়া সারাদেশে অনধিক ৭টি রোটারী ক্লাবেরও এতোগুলো সভা আয়োজনের রেকর্ড নেই। আমরা চাঁদপুর রোটারী ক্লাবের মাইলফলক অর্জনকারী রেকর্ডে বর্তমান সভাপতি শাহেদুল হক মোর্শেদ ও সম্পাদক অ্যাডঃ পলাশ মজুমদারসহ সদস্যবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি এবং ক্লাবটির উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘস্থায়িত্ব কামনা করছি।