কোটি শিশুর প্রিয় মুখ, পাহাড়সম ব্যক্তিত্বের অধিকারিণী, মায়াবী চাহনীর মেঘনা পাড়ের কণ্যা, সুভাষিণী, আগামীর চাপহীন শিক্ষাব্যবস্থার স্বপ্নদ্রষ্টা শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি যখন কোমলমতি শিশুদের সান্নিধ্যে তখন যেন শিশুলয়ে সুখের পরশ বয়ে যায়। আগামীর শিক্ষার্থীরা আজকের শিক্ষামন্ত্রীর সঙ্গ পেয়ে কতটা আনন্দিত তা ছবি কথা বলে। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশু কর্ণারে শিশুদের দেখতে আকস্মিক উপস্থিত হন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। লোকেশন : চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, শিশু কর্ণার, চাঁদপুর।