প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০১:১৫
আব্দুল করিম পাটোয়ারীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ

আজ বুধবার (২১ জানুয়ারি ২০২৬) চাঁদপুরের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, গণপরিষদের সাবেক সদস্য ও চাঁদপুর পৌরসভার দুইবারের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আব্দুল করিম পাটোয়ারীর ২৬তম মৃত্যুবার্ষিকী। তিনি চাঁদপুরের বৃহত্তর আওয়ামী পরিবারের একজন নির্মোহ, নিরহঙ্কার অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন।
|আরো খবর
২০০০ সালের এইদিন ভোর ৬টা ৩৫ মিনিটে আব্দুল করিম পাটোয়ারী চাঁদপুর শহরের তালতলাস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেদিন বিকেল ৫টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের স্মরণাতীতকালের এ বিশাল জানাজা শেষে তাঁর বাড়ির সামনে পাটোয়ারী বাড়ি মসজিদের দক্ষিণ পাশে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
ডিসিকে/এমজেডএইচ






