রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:৪৩

ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ইতালি প্রতিনিধি
ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ইতালির রোমে প্রবাসী বাংলাদেশীদের ওপর একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন রোমে বসবাসরত বাংলাদেশিরা। সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেলে এ বিক্ষোভ সমাবেশ করে। বিকেল ৩টা থেকে রোমের ভিয়া তুসকোলানার কনসিলি পার্কে হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে নিয়ে অংশ নেন বিক্ষোভে। বিক্ষোভকারীরা স্লোগান দেন ‘বাংলাদেশীদের ওপর হামলা বন্ধ করতে হবে, নিরাপত্তা চাই, ন্যায় বিচার চাই, একতার শক্তিতে সন্ত্রাস প্রতিহত করবো’। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভটি পিয়াজ্জা সান জুভাননি বস্কোতে গিয়ে শেষ হয়। এই কর্মসূচির আয়োজন করে তুসকোলানা সমাজ কল্যাণ সমিতি ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটি। এতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন বরিশাল জেলা সমিতি, বৃহত্তর নোয়াখালী সমিতি, নোয়াখালী সমিতি, ফেনী জেলা সমিতি, জালালাবাদ এসোসিয়েশন ইতালি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ সমিতি, সেন্তসেল্লে ঐক্য পরিষদ, তুসকোলানা বন্ধু মহল, একতা ব্যবসায়ী সমিতি, নবজাগরণ নারী কল্যাণ সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা সমিতি সহ রোমের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, প্রবাসীরা ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অথচ সাম্প্রতিক সময়ে আমাদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমরা চাই ইতালি প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনুক। প্রবাসীরা কোনো বিভাজনে বিশ্বাসী নয়, আমরা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাই।

বক্তারা আরও বলেন, প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। বিক্ষোভ শেষে নিহত ও আহত প্রবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন উপস্থিত প্রবাসীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়