শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৯

রামগঞ্জে মসজিদের ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা

মো. মাসুদ রানা মনি
রামগঞ্জে  মসজিদের ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৪৭ বছর চাকরি করার পর রাজকীয় সংবর্ধনা দিয়ে মাওলানা নেছার আহমদ নামের এক ইমামকে বিদায় জানিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে ফুলেল সংবর্ধনা, নগদ ৪লাখ টাকা, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার ও ফুল দিয়ে সাজানো গাড়ি দিয়ে বিদায় জানান রামগঞ্জ পৌর উত্তর টামটা জামে মসজিদ ও মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি।

হাফেজ ক্বারী মোহাম্মদ নেছার আহম্মেদ। বয়স প্রায় ৭০ বছর। মাত্র ৮০টাকা বেতনে প্রায় ৪৭ বছর আগে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌর এলাকার উত্তর টামটা জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। যৌবন, বিয়ে এবং বার্ধক্য পেরিয়ে তিনি আজ বয়সের ভারে নুয়ে পড়েছেন। বয়সের ভারে নুয়ে পড়লেও শুক্রবার মুসুল্লিদের দাবির প্রেক্ষিতে পড়ান জুমার নামাজ। ভরাট কণ্ঠে এবং শ্রুতিমধুর উচ্চারণে জুমার ফরজ নামাজ আদায় করলেন সবাই।

হাফেজ ক্বারী মোহাম্মদ নেছার আহম্মেদের গ্রামের বাড়ি একই উপজেলার তাহেরপুর গ্রামের হাজী বাড়ি। ব্যক্তি জীবনে তিনি ৪ মেয়ে ও ২ ছেলের জনক।

বড়ো ছেলে মাওলানা জহিরুল ইসলাম মুজাহিদ একজন আলেম, খতিব ও সমাজ সেবক।

শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে তিনি মসজিদ কমিটির কাছে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে শুক্রবার মসজিদ কমিটি ও স্থানীয় যুব সমাজের পক্ষ থেকে মাওলানা নেছার আহম্মেদকে দেয়া হয় ভিন্নরকম সংবর্ধনা ও বিদায়। নগদ ৪ লাখ টাকাসহ বিভিন্ন উপহার দেয়া হয় ইমামকে। জুমার নামাজ শেষে মসজিদের মুসুল্লি ও এলাকাবাসীর জন্যে দোয়া করেন মাওলানা নেছার আহম্মেদ।

শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় বিদায় সম্মাননার পূর্বে বক্তব্য রাখেন মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিক উল্যা পাটোয়ারী, মসজিদ কমিটির সভাপতি মিজানুর রহমান পাটোয়ারী, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুল ইসলাম রুবেল, রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক হাবিব উল্যা ও রামগঞ্জ ওয়ান মিনিট সুইটস্-এর স্বত্বাধিকারী জসিম উদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়