বুধবার, ২৬ মার্চ, ২০২৫  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৮:১৮

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় অভিযান ৮ কেজি গাঁজা উদ্ধার ও ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
চাঁদপুর লঞ্চঘাট এলাকায় অভিযান ৮ কেজি গাঁজা উদ্ধার ও ২ জন গ্রেফতার

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার ও ২ জনকে গ্রেফতার করেছে নৌ থানা পুলিশ।

২৫ মার্চ ২০২৫ সন্ধ্যায় চাঁদপুর লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদপুর নৌ থানা পুলিশের একটি টিম ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে। অভিযানে মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো-

শহিদুল দেওয়ান (৪০), পিতা: মৃত ফজর আলী দেওয়ান, গ্রাম: দেইচর, ৯ নং ওয়ার্ড, ২ নং বালুথুবা ইউনিয়ন, থানা: ফরিদগঞ্জ, জেলা: চাঁদপুর ও

মো. মিজানুর রহমান শিমুল (৩৬), পিতা: মো. আনোয়ার হোসেন মোল্লা, গ্রাম: মুক্তার হোসেন সড়ক, থানা: খানজাহান আলী, কেএমপি খুলনা।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে আরো বলা হয়েছে এদিন সন্ধ্যা ৫:৩০ মিনিটে চাঁদপুর লঞ্চঘাটে নৌ থানার পুলিশ সদস্যরা নিয়মিত ডিউটিরত অবস্থায় সন্দেহজনকভাবে দুইজন লঞ্চযাত্রীকে দুইটি শপিং ব্যাগসহ লঞ্চে প্রবেশ করতে দেখে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তাদের ব্যাগ তল্লাশি করে স্কচটেপ মোড়ানো ৪টি প্যাকেট উদ্ধার করা হয়, যার প্রতিটিতে ২ কেজি করে মোট ৮ কেজি গাঁজা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁদপুর নৌ পুলিশ জানায়, নদীপথে মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়